বিশ্বের সবচেয়ে মোটা মানুষের করোনা জয়!
মেক্সিকোর ৩৪ বছরের যুবক জোয়ান পেড্রো ২০১৭ সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন তার দেহের ওজনের জন্য। তখন তার ওজন ছিল ৫৯৫ কিলোগ্রাম। কিন্তু চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে ১০০ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন। সেই সঙ্গে তিনি করোনাকেও জয় করেছেন তারই এই শরীরিক অবস্থার মধ্যেও। খবর গালফ নিউজের।
করোনায় তার রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় এখন তিনি করোনামুক্ত। বর্তমানে তার ওজন আগের তুলনায় এক-তৃতীয়াংশ, মাত্র ২০৮ কেজি। করোনায় তার মাথাব্যথা, সারা শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর আসত। ধীরে ধীরে তিনি করোনামুক্ত হয়েছেন। এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.