Wednesday, July 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বন্দিবিনিময়ে প্রস্তুত ইরান!

image-347395-1600749387

দুই বৈরী দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ার খবরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ বন্দিবিনিময়ে প্রস্তুতির কথা জানিয়েছে ইরান।  সোমবার নিউইয়র্কে পররাষ্ট্রসম্পর্কীয় কাউন্সিলের দেয়া এক ভার্চ্যুয়াল ভাষণে এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।-খবর রয়টার্সের  

দীর্ঘদিন ধরেই ইরানি-আমেরিকান বাবা-ছেলে বাকের ও সিয়ামক নামাজিসহ মার্কিন নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।  তাদের রাজনৈতিক বন্দি বলে মনে করে ওয়াশিংটন। 

তবে তেহরানের দাবি, তারা রাজনৈতিক কারণে কাউকে আটক করে রাখেনি। বরং তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।  ইরানের দাবি, নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগসহ বিভিন্ন কারণে যেসব ইরানিকে যুক্তরাষ্ট্রে বন্দি করে রাখা হয়েছে, তা সম্পূর্ণ অন্যায়।  

জাভেদ জারিফ বলেন, নিজ দেশের সঙ্গে প্রতারণা করতে অস্বীকার করায় যুক্তরাষ্ট্র বহু ইরানিকে আটক করে রেখেছে।  ‘কাজেই মার্কিন বন্দি ফেরত দেয়ার বিনিময়ে তাদের আমরা নিজ দেশে নিয়ে আসতে চাচ্ছি। আমরা সব বন্দি বিনিময় করতে চাচ্ছি।’

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1