Monday, May 19.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

জিনজিয়াংয়ে হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীন!

   image-348643-1601094166

উইঘুর মুসলিম অধ্যুষিত চীনের জিনজিয়াং প্রদেশে হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে চীন।  শুক্রবার অস্ট্রেলিয়ার একটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে জিনজিয়াংয়ে মুসলিমদের মসজিদ, কবরস্থান, মাজার ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছে।  

আর কিছু মসজিদের মিনার এবং গম্বুজ ভেঙে ফেলা হয়েছে। তবে এখনও জিনজিংয়াংয়ে প্রায় ১৫ হাজার ৫০০ মসজিদ অক্ষত এবং আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় টিকে আছে বলে উল্লেখ করা হয়েছে। এএফপি।

অস্ট্রেলীয় স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউটের (এএসপিআই) প্রতিবেদনে জিনজিয়াংয়ে প্রায় ১৬ হাজার মসজিদ ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে  বলে জানানো হয়েছে। 

ওই এলাকার পরিসংখ্যানগত মডেলিংয়ের মাধ্যমে স্যাটেলাইটেপ্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে শতাধিক পবিত্র স্থান ও হাজার হাজার মসজিদ ধ্বংসের প্রমাণ পেয়েছে সংস্থাটি।  মসজিদ ছাড়াও জিনজিয়াংয়ের অন্যান্য ইসলামী পবিত্র স্থাপনা কবরস্থান, মাজার এবং তীর্থযাত্রার পথের এক-তৃতীয়াংশই ধ্বংস করা হয়েছে।

 সূত্রঃ যুগান্তর  

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1