আরব লীগের সভাপতির চেয়ারে অস্বীকৃতি ফিলিস্তিনে!
আরব লীগের সভাপতি পদের দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসী বিষয়ক মন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, সর্বশেষ ঘটনাবলীর প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্র আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির পদ প্রত্যাখ্যান করছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও আরব লীগ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পক্ষ নেয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আরব লীগের সভাপতির দায়িত্ব পালনকালে আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উদযাপন করবে যাতে ফিলিস্তিন রাষ্ট্র সম্মানিত বোধ করবে না। এর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নিন্দা করতে আরব লীগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন। কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয় নি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.