ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ভারতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে: ইমরান খান!
ভারতে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে বলে জাতিসংঘে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া অনলাইন ভাষণে এ অভিযোগ করেন তিনি। খবর ডনের।
ভারতের বর্তমান বিজেপি সরকার ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে অভিযাগ করে ইমরান খান বলেন, সরকারিভাবে ইসলামবিদ্বেষের পৃষ্ঠপোষকতা করায় দেশটিতে প্রায় ২০ কোটি মুসলমানের জীবন হুমকির মুখে পড়েছে।
ইমরান খান আরও বলেন, আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভারত ইসলামবিদ্বেষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর পেছনে কারণ হলো দুর্ভাগ্যজনকভাবে ভারত এখন আরএসএসের আদর্শ দ্বারা শাসিত হচ্ছে। তারা মনে করে ভারত শুধু হিন্দুদের এবং অন্য ধর্মের মানুষে তাদের সমমর্যাদার নাগরিক নন।
সূত্রঃ যুগান্তর
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.