সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ মানুষের মৃত্যু


     

    কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। এরইমধ্যে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে। 

    করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৯ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ ১৯৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। 

    আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।  

    সব পরিসংখ্যানই বলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকার প্রথম থেকে করোনাভাইরাসকে গুরুত্ব না দিয়ে পলিসি নির্ধারণ না করাকে করোনা বিস্তারের কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।   

    করোনাভাইরাসে মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন রোগী পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩৯ হাজার ১১১ জন। 

    মারা গেছেন ৮২ হাজার ৯১ জন।  আর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন। 

    করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৭৩ হাজার ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন। 

     চীনের উহান থেকে করোনাভাইরাসের উত্থান গত বছরের ডিসেম্বরে। এটি এখন বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।    


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !