কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষের মৃত্যুর রেকর্ড!
কোভিড-১৯ মহামারীতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও সংক্রমণ কমেনি সেই অর্থে। ইতিমধ্যে মৃত্যুর মিছিল ২ লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এ ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন।
পৃথিবীতে আর কোনো দেশে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই মহামারীতে। আর করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন।
অসুস্থদের মধ্যে চিকিৎসাধীন ৪৪ লাখ ৫৪ হাজার ২৫৮ জন। আর ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন এই সময়ে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মারা গেছেন টেক্সাসে। অঙ্গরাজ্যটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ১৫ হাজার ২০৬ জন।
অন্যদিকে আক্রান্তে শীর্ষে ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যটিতে ৭ লাখ ৮৬ হাজার ৪৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ১৫ হাজার ১৮ জন। ফ্লোরিডায় ৬ লাখ ৮৩ হাজার ৭৫৪ জন আক্রান্ত, মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫৬ জনে। সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৪১৭ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৬৫ হাজার ৩৭ জন।
দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন।
ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.