“ভেরিফায়েড কলস” আপনাকে বলে দিবে কে কল করেছে!
প্রযুক্তি জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে। জনপ্রিয় অ্যাপ ট্রুকলারকে টেক্কা দিতে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ‘ভেরিফায়েড কলস’।
এর মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে ফোনের ওপারে কে রয়েছেন। ফোন রিসিভ করার আগেই জেনে যাবেন যে, কে কল করছেন, কী কারণেই বা ফোন করা হচ্ছে।
ফলে গোটা বিশ্বে ভুয়া ফোনের সাহায্যে যেসব অপরাধমূলক কাজ ঘটে থাকে, তা আটকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
সুবিধা পেতে প্লে স্টোর থেকে ‘ভেরিফায়েড কলস’ অ্যাপটি গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে। শিগগিরই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে।
যেখানে ‘ভেরিফায়েড কলস’ ফিচার অন্তর্ভুক্ত থাকবে। যদিও সব দেশে এটি এখনও চালু হয়নি। স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এ ফিচারের সুবিধা ভোগ করতে পারছেন।
উল্লেখ্য, ভুয়া ফোনকল এড়িয়ে চলতে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীই ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন। সেখানে কলারের নাম ছাড়া বিভিন্ন তথ্য দেয়, যা ব্যবহারকারীদের অত্যন্ত সাহায্য করে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.