সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নিজ ভূখণ্ডে সামরিকঘাঁটি স্থাপনে যুক্তরাষ্ট্রকে আহ্বান পালাউয়ের!

     ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে বলল রাশিয়া

    প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র পালাউ তাদের ভূখণ্ডে সামরিকঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।   

    এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবে ওয়াশিংটন কোণঠাসা হয়ে পড়ছে।  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার গত সপ্তাহে এই দ্বীপ দেশটি সফর করেছেন এবং প্রশান্ত মহাসাগরীয় এ অঞ্চলে ‘চলমান অস্থিতিশীল কার্যক্রমের’ জন্য চীনকে দায়ী করেছেন।  

    পালাউ প্রেসিডেন্ট টমি রেমেনগেসো পরে জানান, তিনি এসপারকে বলেছেন– তার দেশে সেনাঘাঁটি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে স্বাগত জানাবেন। ফিলিপাইনের দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) পূর্বে পালাউ দ্বীপপুঞ্জ অবস্থিত।  

    চলতি সপ্তাহে পালাউয়ের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাপ্রধানকে এক চিঠিতে যৌথভাবে এবং নিয়মিত ব্যবহারের জন্য সামরিকঘাঁটি স্থাপনের আহ্বান জানিয়েছেন।  রেমেনগেসো পালাউয়ের বিশাল সমুদ্রসীমা নজরদারিতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের সহযোগিতা চেয়েছেন।  

    পালাউ একটি স্বাধীন দেশ, তবে এর কোনো সেনাবাহিনী নেই। দেশটির প্রতিরক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন নামে একটি চুক্তি রয়েছে।  এ চুক্তির অধীনে পালাউ দ্বীপপুঞ্জে মার্কিন সামরিক বাহিনীর অবাধ উপস্থিতির সুযোগ রয়েছে, যদিও এখানে স্থায়ী কোনো সামরিকঘাঁটি নেই।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !