সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সেদিন যা ঘটেছিলঃ ৯/১১ বা অভিশপ্ত ১১ সেপ্টেম্বর!

     আটটি চিত্রের মাধ্যমে একটি সমগ্র প্রেক্ষাপট, উপর থেকে নীচ পর্যন্ত, দ্যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জ্বলছে, পেন্টাগনের ধসে পড়া অংশ, দক্ষিণ টাওয়ারে আঘাতের ফলাফল, ধসে পড়া টাওয়ারের পাথরের উপর দাঁড়িয়ে থাকা এক উদ্ধার কর্মী, খনন যন্ত্রের সাহায্যে গভীর থেকে একটি থেতলান জেট ইঞ্জিন উদ্ধার, পেন্টাগনে আঘাতকারী বিমানের পর্যায়ক্রমিক তিনটি চিত্র।

     ঘটনা প্রবাহ-

    • ১৯ আল-কায়েদা সন্ত্রাসী সকাল ৮টা থেকে ৯টার মধ্যে চারটি মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে।  

    • তাদের মধ্যে দুটি ম্যানহাটনের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে বিধ্বস্ত হয়েছে।  

    • তৃতীয় বিমানটি ভার্জিনিয়ার পেন্টাগনে বিধ্বস্ত হয়। পেন্টাগন হচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রধান কার্যালয়।  

    • আর যাত্রীদের প্রতিরোধের মুখে চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে গিয়ে বিধ্বস্ত হয়েছে।  

    • মাত্র দুই ঘণ্টার মধ্যে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে দুটি ১১০-তলা টাওয়ার ধসে পড়ে। টুইন টাওয়ারের ধ্বংসস্তূপে কমপ্লেক্সের অন্যান্য ভবনগুলোও ভেঙে পড়ে।  

    • বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জায়গাটি পরিচ্ছন্নতার কাজ ২০০২ সালের মে মাসে শেষ করা হয়। আর এক বছরের মধ্যে পেন্টাগনের ভবনের মেরামতের কাজ শেষ হয়।  

    • ৯/১১ হামলার তদন্তের সংকেত-নাম ‘পেন্টবোম’। যেটা এফবিআইয়ের এ যাবতকালের সবচেয়ে বড় তদন্ত ছিল।  

    • এফবিআইয়ের অর্ধেকেরও বেশি কর্মী হামলাকারী ও তাদের সমর্থকদের শনাক্ত করতে কাজ করেন। 

    • কিন্তু মজার ব্যাপার হলো এ হামলায় দিন কোন ইহুদী সম্প্রদায়ের লোক বা ইসরাইলি টুইন টাওয়ারে বা পেন্টাগনে ছিল না। তাই এ হামলায় কোন ইহুদী মারা যায় নি।

     

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !