আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে আজারবাইজানকে সমর্থন এরদোগানের!

আর্মেনিয়ার সঙ্গে সামরিক সংঘাতে আজারবাইজানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে নাগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ায় আর্মেনিয়ার কঠোর সমালোচনা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্রিপ এরদোগান।
অন্যদিকে, সমস্যা সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এখবর জানিয়েছে তুরস্কের আনাদলু এজেন্সি। রোববার তুর্কি প্রেসিডেন্ট আর্মেনিয়ার সমালোচনা করে বলেন, আজারবাইজান অধিকৃত নাগরনো-কারাবাখ অঞ্চলে সর্বশেষ আর্মেনিয়া শক্তিপ্রয়োগ করেছে। এটি এই অঞ্চলের শান্তি ভঙ্গের জন্য মারাত্মক হুমকি।
এরদোগান এক টুইট বার্তায় ঘোষণা দেন, তুরস্ক সম্পূর্ণভাবে আজারবাইজানের পাশে রয়েছে। তিনি আর্মেনিয়ার জন্য নিন্দা না জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত্য নীতির সমালোচনা করেছেন। একসময় আর্মেনিয়া ও আজারবাইজান– উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। তার পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী।
রোববার বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে। আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দাবি, রোববার স্থানীয় সময় ভোর ৪টা ১০ মিনিটের দিকে হামলা চালায় আজারবাইজান। এর জবাবে আর্মেনিয়ার বাহিনী প্রতিপক্ষের দুটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ভূপাতিত ও তিনটি ট্যাংক ধ্বংস করেছে।
অন্যদিকে আজারবাইজান বলছে, হামলার শিকার হওয়ার পর তারা পাল্টা হামলা চালিয়েছে। সোমবার দ্বিতীয় দিনের মতো লড়াই অব্যাহত রয়েছে। এতে মোট ২৩ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়। তবে, প্রকৃত মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এর আগে রাশিয়ায় নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, তুরস্ক উত্তর সিরিয়া থেকে ৪ হাজার যোদ্ধা আজারবাইজানের পাঠিয়েছে এবং তারা লড়াইয়ে অংশ নিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স ও রিয়া এজেন্সি প্রতিবেদনে এ কথা জানানো হয়।
তবে নাগরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া থেকে তুরস্কের সেনা পাঠানো বিষয়টি নাকচ করে দিয়েছে আজারবাইজান। সোমবার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বিষয়টি অস্বীকার করেন।
প্রেসিডেন্টের সহযোগী খিকমেত গাদঝিয়েভ বলছেন, সিরিয়া থেকে আজারবাইজানে সেনা মোতায়েনের বিষয়টি গুজব। এটি আর্মেনিয়ার পক্ষ থেকে আরেকটি উসকানি এবং সম্পূর্ণ বাজে কথা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.