Thursday, August 21.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বিশ্ব রেকর্ড কর‌ল ৬ মাসের শিশু (ভিডিও)!

 image-347538-1600791216

ছয় মাস বয়সেই বিশ্ব রেকর্ড করেছে একটি শিশু। এত কম বয়সেই ‘ওয়াটার স্কির’ রেকর্ডটি যোগ করেছে রিচ কেসি হাম্পারিজ নামের শিশুটি। পরে ওই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়।  গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের উথাহ অঙ্গরাজ্যে এ রেকর্ডটি হয়। 

রিচের বাবা কেসি ও মা মিনডি হাম্পারিজ ছেলের প্রতিযোগিতার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, আমার ছয় মাসের জন্মদিন উদযাপন করতে ‘ওয়াটার স্কি’তে অংশ নিয়েছিলাম। 

আসলেই সেটি একটি বড় বিষয় এবং বিশ্ব রেকর্ড অর্জন।  এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি পোস্ট করার পর রিচের মা-বাবাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এতো কম বয়সের শিশুকে ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। 

রিচের প্রতিযোগিতার ছবিতে দেখা যায়, রিচ একটি লাইফ জ্যাকেট পরেছিল। একটি রডকে দুই হাতে আঁকড়েও ধরেছিল। তার বাবা তাকে অন্য নৌকা থেকে পর্যবেক্ষণ করেন। তবে এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তাহের বেশি সময় ধরে ঘুরছে। 

সূত্রঃ যুগান্তর 

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1