অ্যালেক্সায় অমিতাভের কণ্ঠস্বর!
প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সায় প্রথম ভারতীয় সেলেব্রিটি ভয়েস হিসেবে শোনা যাবে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর।
অ্যামাজনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। অ্যালেক্সা পরিচালিত যন্ত্রে বলতে হবে, ‘অ্যালেক্সা, সে হ্যালো টু মিস্টার অমিতাভ বচ্চন।’ তাহলেই সেই যন্ত্রে বেজে উঠবে ট্রেডমার্ক কণ্ঠস্বর।
অ্যামাজনের সঙ্গে নতুন এ গাঁটছড়া প্রসঙ্গে প্রখ্যাত অভিনেতা বলেছেন, ‘টেকনোলজি সবসময়ই আমাকে নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে। ছবি, টিভি শো, পডকাস্ট আর এখন এ ভয়েস টেকনোলজি। এর মাধ্যমে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আরও কাছে পৌঁছতে পারব। তাদের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে পারব।’
অ্যামাজনের এ অভিযানে অমিতাভই প্রথম নন। ২০১৯ সালে স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে প্রথম জোট গড়েছিল অ্যামাজনে।
তবে তার স্বর শুধু আমেরিকাতেই শোনা যায়। অমিতাভের কণ্ঠে শোনা যাবে জোকস, আবহাওয়ার আপডেট, শায়রি ও প্রেরণাদায়ক বাণী। আগামী বছর থেকে এ ফিচার পাওয়া যাবে অ্যালেক্সার ডিভাইসে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.