Friday, July 25.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

কাশ্মীরে ৫০ হাজার মন্দির নির্মাণের কাজ শুরু!

 .com/img/proxy/

ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরকে খুব দ্রুত হিন্দু অধ্যুষিত অঞ্চলে রূপ দিতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।  

এ লক্ষ্যে প্রদেশটিতে প্রায় ৫০ হাজার মন্দির নির্মাণের কাজ শুরু করেছে মোদি সরকার।  কাশ্মীরি সংবাদমাধ্যমের সূত্রে ডেইলি জং উর্দু জানিয়েছে, জরাজীর্ণ মন্দিরসমূহ পুনর্নির্মাণের নামে ঐতিহাসিক মসজিদ ও মাজারগুলোকে তার্গেট করেছে মোদি সরকার।  

 

এর দ্বারা কার্যত আরএসএস ও বিজেপি সুপরিকল্পিত প্রদেশটিকে হিন্দুত্ববাদী অঞ্চলে পরিণত করতে চায়।  ভারত সরকার দাবি করেছে, এসব মসজিদ হিন্দুদের পুরনো ধর্মীয় স্থানসমূহে স্থাপন করা হয়েছিল।

কাশ্মীরি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি দখলকৃত অঞ্চলসমূহে বিশেষ সেনা টহল বাড়ানো হয়েছে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1