নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ইসরাইলি পর্যটনমন্ত্রীর পদত্যাগ!

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তার সরকার থেকে পদত্যাগ করেছেন পর্যটনমন্ত্রী আসাফ জামির। নেতানিয়াহুর একাধিক দুর্নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ-সমাবেশ দমন করার জন্য বিতর্কিত একটি আইন প্রণয়নের প্রতিবাদে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর এএফপির।
দীর্ঘ এক ফেসবুক পোস্টে জামির বলেন, ‘যে সরকারের নেতার প্রতি তার বিন্দুমাত্র আস্থা নেই সেই সরকারের মন্ত্রী হিসেবে তিনি আর কোনোভাবেই দায়িত্ব পালন করতে আগ্রহী নন।’
তিনি আরও বলেন, মন্ত্রিসভা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করার লক্ষ্য নিয়ে আইনের খসড়া প্রণয়ন করছে এবং মঙ্গলবার তা অনুমোদন দেয়া হবে। এ আইনের ফলে ইসরায়েলিরা বড় সমাবেশ করতে পারবে না। বিষয়টি নিয়ে তিনি ধৈর্যের চরমসীমায় পৌঁছেছেন বলে মন্তব্য করেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.