আজারবাইজান বনাম আর্মেনিয়া সামরিকশক্তির পার্থক্য।
মধ্য এশিয়ার ককেশাস অঞ্চলের দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান৷ যারা পুর্নযুদ্ধের প্রস্তুতি নিয়েছে৷ অর্থডক্স খ্রিস্টান সংখ্যাগরিষ্টি আর্মেনিয়ার সাথে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ট আজারবাইজানের দ্বন্দের কারন হচ্ছে নাগর্ন কারবাখ অঞ্চলটির মালিকানা নিয়ে৷ মুসলিম সংখ্যাগরিষ্ট হওয়া সত্তেও আজারইবাজানকে তুরস্কের পাশাপাশি সমর্থন দিচ্ছে ইসরায়েল৷
অপরদিকে খ্রিস্টান সংখ্যাগরিস্ট আর্মেনিয়াকে রাশিয়ার পাশাপাশি ইরান সমর্থন দেয়৷ আবার আজারবাইজান এবং আর্মেনিয়া দুই দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত হওয়ায় দুই দেশের কাছেই রয়েছে ভারী ভারী সব যুদ্ধাস্ত্র৷ কিন্তু কে এগিয়ে?
আমাদের আজকের ভিডিওটিতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিকশক্তির তুলনা তুলে ধরবো৷ একশো বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত দুই দেশের সামরিকশক্তি সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন৷আজারবাইজান বনাম আর্মেনিয়া সামরিকশক্তির পার্থক্য। তুরস্কের হাজার হাজার সেনা আজারবাইজানে।
সূত্রঃ টেক দুনিয়া
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.