আমিরাতে এফ-৩৫ জঙ্গিবিমানসহ ২৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প!
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে কয়েক ডজন এফ-৩৫ জঙ্গিবিমান এবং কম্ব্যাট ড্রোনসহ ২ হাজার ৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অর্থের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর দ্য টাইমস অব ইসরাইল ও আনাদোলুর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে।
সে ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কিনা তাই এখন দেখার বিষয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.