ট্রাম্প প্রেসিডেন্ট হবেন ‘যদি’ !
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জমে উঠেছে। ৪৫ টি অঙ্গরাজ্যের ঘোষিত ফলে দেখা যাচ্ছে জো বাইডেন এগিয়ে রয়েছেন। রিপাবলিকান প্রার্থীর চেয়ে ৫০ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন।
এতে করে অনেকেই ধরে নিয়েছেন জো বাইডেনই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট। তবে ট্রাম্পেরও প্রেসিডেন্ট হওয়ার সুযোগ একেবারে হাতছাড়া হয়ে যায়নি। ট্রাম্পের মসনদ ধরে রাখা নির্ভর করছে বেশ কয়েকটি ‘যদি’র উপর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ৫৩৮ টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ টিতে জয় দরকার। ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ৪৫ টির ফল ঘোষণা করা হয়েছে। এতে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ টি। প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার ৫৬ ইলেকটোরাল ভোট আর ট্রাম্পের দরকার ৬ টি।
এত পিছিয়ে থেকে ট্রাম্প ফের প্রেসিডেন্ট হতে পারেন যদি বাকি ৫ টি অঙ্গরাজ্যে জয় পান। সেগুলো হচ্ছে নেভাদা, আলাস্কা, পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা। এর মধ্যে নেভাদায় রয়েছে ৬ টি ইলেকটোরাল ভোট, আলাস্কায় তিনটি, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং পেনসিলভানিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট। এই ৫ টি অঙ্গরাজ্যে ট্রাম্প যদি জেতেন তার ইলেকটোরাল ভোট হবে ২৭৪ টি। সেক্ষেত্রে বাইডেনের চেয়ে ১০ ভোট বেশি পেয়ে জয়ী হবেন ট্রাম্প।
ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, ট্রাম্প এখনও আশাবাদী এ কারণে যে, ৫ টি অঙ্গরাজ্যের মধ্যে ৪ টিতেই তিনি এগিয়ে আছেন। শুধু নেভাদায় এগিয়ে বাইডেন।
ডেমোক্র্যাটরা যদি নেভাদা দখলে নিতে পারেন তবে ট্রাম্পের আশায় গুঁড়েবালি। সেক্ষেত্রে বাইডেন ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হবেন।
বাইডেন নেভাদায় জয়ী হলে আর ট্রাম্প বাকি চারটিতে জিততে পারলে দুই ইলেকটোরাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বাইডেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.