Sunday, July 20.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ফরাসি আদালতে তারেক রমাদানের অর্থদণ্ড!


image

অক্সফোর্ডের সাবেক অধ্যাপক ও মুসলিম পণ্ডিত তারেক রমাদানকে ৩ হাজার ৫৬০ ডলার অর্থদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত।   একটি বইয়ে তারেক রমাদানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারীর নাম প্রকাশ করায় ফরাসি ওই আদালত শুক্রবার তাকে এই সাজা দিয়েছে। একইসঙ্গে বইটির প্রকাশককে ৫ হাজার ডলার অর্থদণ্ড দেয়া হয়েছে।  

তবে তারেক রমাদান বলেছেন, আমি নির্দোষ, মিথ্যা প্রচারের শিকার। সময়ই বলে দেবে আমার বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে, তা ডাহা মিথ্যা।  ২০১৯ সালে লিয়নে একটি কোটেল কক্ষে 'ক্রিস্টেলি' নামে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয় এই অধ্যাপকের বিরুদ্ধে।  

পরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় তিনি এই নারীর নাম উল্লেখ করায় ফ্রান্সের আদালত তাকে ওই অর্থদণ্ড দেয়।    

তারেক রমাদান বিদেশি প্রভাবমুক্ত এক ইউরোপীয় ইসলামের কথা প্রচার করে আসছিলেন। যাতে ইউরোপীয় সমাজের সঙ্গে ইসলাম একীভূত হয়ে যেতে পারে।  

২০০৯ ও ২০১২ সালে প্যারিস ও লিয়নে হোটেল কক্ষে দুই নারী তারিক রমাদানের হাতে ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।  

অভিযোগকারীদের মধ্যে একজন হিন্দা আয়ারি একসময় কট্টরভাবে ইসলামের অনুসারী ছিলেন। তিন সন্তানের জননী আয়ারি সেখান থেকে সরে এসে এখন একজন নারীবাদী অ্যাকটিভিস্টে পরিণত হয়েছেন।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1