শপথের আগে হোয়াইট হাউস ছেড়ে কোথায় যেতে চান ট্রাম্প?
বাইডেনের শপথ অনুষ্ঠানের আগেই বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এদিন হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডায় চলে যাবেন ট্রাম্প। অর্থাৎ শপথ অনুষ্ঠানে বড় ধরনের গোলযোগের সবুজ সংকেতের সিগন্যালের অংশ হিসাবে তিনি হোয়াইট হাউস ছাড়বেন বলে মনে করা হচ্ছে।
এখন পর্যন্ত ট্রাম্প বাইডেনের বিজয় মেনে নেননি। বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার কথা অবশ্য আগেই জানিয়েছেন ট্রাম্প। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগেই ওয়াশিংটন ছেড়ে যাবেন তিনি।
যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী, সাধারণত নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টও উপস্থিত থাকেন। এর মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বার্তা দেওয়া হয়।
হোয়াইট হাউজে ট্রাম্পের অভিষেকের সময়েও তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত ছিলেন। তবে এবার ট্রাম্প না থাকলেও তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
করোনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে এ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ এবং বারাক ওবামা থাকবেন সস্ত্রীক। জিমি কার্টার ও তার স্ত্রী আসবেন না স্বাস্থ্যগত কারণে।
বিদায় অনুষ্ঠানের পর ফ্লোরিডার পাম বিচে নিজের বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে পরবর্তী জীবন শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সেখানকার বেশকিছু স্টাফও চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে হোয়াইট হাউজে কর্মরত কয়েকজন সহকারীও রয়েছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.