সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মধ্যপ্রাচ্যে মার্কিন বোমারু বিমান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইরানের!

       বি-৫২ বোমারু বিমান

    যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে বি-৫২ বোমারু বিমান উড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। দেশটি বলছে, হুমকি দেওয়ার কৌশল না করে সামরিক বাজেট কমিয়ে তাদের উচিত আমেরিকানদের স্বাস্থ্যসেবায় অর্থ ব্যয় করা।    

    যুক্তরাষ্ট্রের সামরিক কসরত বিশ্লেষণ করে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ সময়ে এসে ইরানের ওপর সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে মার্কিন সেনাবাহিনী ইরানকে নিরস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। তেহরানের সঙ্গে যুদ্ধে জড়াতে উসকানি দিচ্ছে ওয়াশিংটন।    

    রোববার মার্কিন বি-৫২ বোমারু বিমানের উদ্দেশ্য নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ নিন্দা জানিয়েছেন।  তিনি বলেন, এর উদ্দেশ্য যদি তেহরানকে ভয় দেখানো হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য ভালো হয় সামরিক বাজেট তাদের জনগণের স্বাস্থ্য সেবায় ব্যয় করা।   

    টুইটে জারিপ বলেন, আমরা ২০০ বছরে বেশি সময় যুদ্ধ শুরু করিনি, আক্রমণকারীদের পিষতে আমাদের কুন্ঠিত করবে না।    রোববার পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে ইসরাইলে অবতরণ করে।   

    সম্প্রতি সময়ে পঞ্চমবারের মতো মার্কিন এ বোমারু বিমান পারস্য উপসাগরীয় এলাকায় মহড়া দিয়েছে।  এর আগে গত ৭ জানুয়ারি সৌদি আরবের রাজকীয় বিমানবহর এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে চতুর্থবারের মতো ওই দুটি বি-৫২ বোমারু বিমান ইসরাইল এসেছিল।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !