Tuesday, September 9.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২!

 image-386605-1611321785

ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে বৃহস্পতিবারের জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আরও ১১০ জন আহত হয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে।    

দেশটির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তায়ারান স্কয়ারের কাছে বাব-আল-সারজি এলাকায় একটি জনাকীর্ণ বাজারে এই জোড়া বিস্ফোরণ ঘটে।   ২০১৮ সালের পর এটিই বাগদাদে প্রথম কোনও বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে ইরাকে মাঝেমধ্যেই ছোটখাটো হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী আইএস।  

ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা চ্যালেঞ্জ জানালে হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ইরাকে নিয়মিতভাবে মার্কিন উপস্থিতিতে রকেট ও মর্টার হামলার ঘটনা ঘটলেও বাগদাদের বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা কমে আসে।   

এরমধ্যেই বৃহস্পতিবারের এই ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।  এদিকে বাগদাদে ওই আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৩ বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।  ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডেনিয়েল স্মিথ এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানান।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1