ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান!
ইরানের মধ্যাঞ্চলীয় কেন্দ্রীয় মরুভূমিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিনো হয়েছে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই একের পর এক নতুন শক্তির জানান দিচ্ছে রুহানি প্রশাসন।
শুক্রবারের এই পরীক্ষা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র মহড়া বলে অভিহিত করেছে স্থানীয় গণমাধ্যম ইরনা। ভূমি থেকে ভূমি এবং ড্রোন থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জ্বালানি ব্যবহার করা হলেও পরমাণু বোমা বহনে সক্ষম বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ছোট ছোট এসব ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের যেকোনো যুদ্ধবিমান আকাশেই ধ্বংস করতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের জেনারেল হোসেইন সালামি বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এই মহড়া শত্রুপক্ষকে সতর্ক বার্তা দেবে। এর আগে বুধবার ওমান সাগরে সামরিক মহড়া করেছে ইরানের নৌবাহিনী। একইসঙ্গে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক জাহাজের উদ্বোধনও করেছে ইরান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.