রেগুলার ইলেকট্রিশিয়ান এসোসিয়েশন (REA)
মুজিব শতবর্ষ উপলক্ষে দক্ষ জন শক্তি তৈরীর লক্ষে আয়োজিত রেগুলার ইলেকট্রিশিয়ানদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালালী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়। রেগুলার ইলেকট্রিশিয়ানদের প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ইলেকট্রিশিয়াদের মধ্যে যারা বিদ্যুৎ, জ্বালালী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড হতে ক, খ ও গ শ্রেণির বৈদ্যুতিক কারিগরী পারমিট ধারা তাদের নিয়ে একটি দক্ষ সংগঠন তৈরী করার প্রয়োজন পরে।
যা পূর্ববর্তী ও নিষ্ক্রি য় নাম সর্বস্ব সংগঠন গুলো মত না হয়ে নতুন দক্ষ জনবল তৈরী ও লাইসেসিং বোর্ড হতে নতুনদের ক,খ ও গ শ্রেণির বৈদ্যুতিক কারিগরী পারমিট লাইসেন্স পেতে যাবতীয় প্রশিক্ষণ প্রদান ও হাতে কলমে দক্ষ জন শক্তি তৈরীর লক্ষ্যে কাজ করবে।
তারই ধারাবাহিকতায় গত ২০/০২/২০ ইং তারিখে রেগুলার ইলেকট্রিশিয়ন এসোসিয়েশন (REA) প্রতিষ্ঠিত হয়। যার প্রতিষ্ঠাতা সভাপতি করা হয় জনাব ইঞ্জিঃ মোঃ আল মেরাজ মোল্লা কে। যিনি নিজে ক, খ ও গ শ্রেণির বৈদ্যুতিক কারিগরী পারমিট ও সুপারভাইজার লাইসেন্স প্রাপ্ত দক্ষ ইঞ্জিনিয়ার।
REA এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১। দেশের বেকার যুবকের দক্ষ জন শক্তিতে রুপান্তরের দিক নির্দেশনা প্রদান।
২। বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড হতে ক, খ ও গ শ্রেণির বৈদ্যুতিক কারিগরী পারমিট ও সুপারভাইজার লাইসেন্স প্রাপ্তিতে প্রয়োজনীয় তাত্বিক ও হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান।
৩। সল্প দক্ষ REA এর সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান।
৪। নতুন ও অদক্ষ REA এর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জন শক্তিতে রুপান্তর করা।
৫। REA এর সদস্যদের LT থেকে HT সকল ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করা।
বিস্তারিত জানতে কল করুনঃ 01812-181907
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.