ম্যাচ ফিক্সিং এর দায়ে হাজার বছরের জেল! | 1000 Years Jail
১০০০ বছরের জেল ! ভাবা যায় ? কারণ মানুষ বাচেই বা আর কত বছর । সেখানে কোন অপরাধের জন্য ১০০০ বছরের জেল অবাক করার মত বিষয় । এক দশক আগে করা এক ফুটবল ম্যাচের ফিক্সিং অপরাধে এমনই অভিনব শাস্তির ব্যাবস্থা করল তুরস্ক।
ঘরোয়া লিগে ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়িত থাকায় ফেনেরবাচ ক্লাবের প্রেসিডেন্ট আজিজ ইলদিরিমকে ছয় বছরের বেশী কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে দলটিকে দুই মৌসুমের জনয নিষিদ্ধও করা হয় ইউরোপের প্রতিযোগীতামূলক আসর থেকে।
যেই সাথে তদন্ত কালে ষড়যন্ত্র খুঁজে পেলে মামলাটি পুনরুজ্জিবীত করা হয় । এ মামলায় ফোনকলে আড়িপাতা ও নথি জালিয়াতির দায়ে তার্কিশ সংবাদমাধ্যম সামানিওলুর মিডিয়া গ্রুপের প্রধান হিদায়েত কারাকাকে ১ হাজার ৪০৬ বছরের কারাদন্ড দিয়েছে তুর্কি আদালত।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.