ইহুদিদের পতাকা মিছিল ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা!
ফিলিস্তিনিরা সচেতন থাকায় ইহুদিরা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। ফিলিস্তিনি জাতি মাঠে ছিল বলে বিজয় এসেছে। বুধবার এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের বিভিন্ন দল ও সংগঠন এ কথা জানায়।
এর আগে মঙ্গলবার পবিত্র নগরী জেরুজালেমে পতাকা মিছিল বের করে কট্টর ইহুদি জাতীয়তাবাদীরা। এ সময় তাদের হামলায় ৩৩ ফিলিস্তিনি আহত হয়। ইসরাইলি নতুন সরকার ক্ষমতায় বসার দ্বিতীয় দিনই ওই হামলার ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযান এবং ইন্তিফাদা থেকে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। তারা তাদেরকে মিছিলের পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে খেয়াল খুশি মোতাবেক পতাকা মিছিল করতে পারেনি ইহুদিরা। ফিলিস্তিনিরা কখনও বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার অবমাননা সহ্য করবে না।
মঙ্গলবার ইহুদিবাদীরা বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে উসকানিমূলক পতাকা মিছিল বের করে। ইহুদিবাদীরা মিছিল নিয়ে প্রথমে জেরুজালেমের ওল্ড সিটিতে প্রবেশের একটি গেইটে হামলা চালায়। এরপর পথ পরিবর্তন করে আরেক দিকে চলে যায়। পবিত্র মসজিদের অবমাননাকর পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনিরা আগে থেকেই প্রস্তুত ছিল।
গত এক মাস ধরে এ পতাকা মিছিল নিয়ে জেরুজালেমে টান টান উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস বারবার ইহুদিদের এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পরিহারে আহ্বান জানায়। তা সত্ত্বেও কট্টরপন্থি ইহুদিরা ওই মিছিল বের করে।
গত বৃহস্পতিবার ওই মিছিল করার চেষ্টা করলে ইসরাইলের সদ্যসাবেক নেতানিয়াহুর সরকার মিছিলের অনুমতি দেননি। কিন্তু নতুন নাফতালি বেনেট সরকার ক্ষমতায় এসেই বিতর্কিত ওই পতাকা মিছিলের অনুমতি দেয়। মঙ্গলবার কট্টরপন্থি ইহুদিরা হাজার হাজার পুলিশ পহারায় জেরুজালেমের পুরনো শহরে ওই পতাকা মিছিল করে।
সূত্র: পার্সটুডে ও জেরুজালেম পোস্ট
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.