সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বর্তমানের কোন কোন দেশ অটোমান সাম্রাজ্যের অংশ ছিল?

      অটোমান সাম্রাজ্য : বিশ্বব্যাপী গৌরবময় মুসলিম শাসনকাল - ইতিবৃত্ত

    উসমানীয় সম্রাজ্য ( ইংরেজিতে বিকৃত উচ্চারণ অটোমন সম্রাজ্য বা Ottoman Empire ) ছিল এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ জুড়ে বিস্তৃত সম্রাজ্য ছিল। এই সম্রাজ্যের রাজধানী ছিল ঐতিহাসিক সৃতিবিজড়িত শহর কনস্টান্টিনোপল (বর্তমানে তুরস্কের ইস্তানবুল শহর )।  ইসলামের ইতিহাসের সাথে এই সম্রাজ্যের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পৃথিবীর বুকে শেষ মুসলমান পরাশক্তি বর্তমানে ৪০ টিরও বেশি দেশ নিয়ে বিস্তৃত ছিল। সেগুলো হলো-

    এশিয়া মহাদেশ :

    1. আরমেনিয়া
    2. আজারবাইজান
    3. বাহরাইন
    4. জর্জিয়া
    5. ইরান
    6. ইরাক
    7. পশ্চিম তীর, গাজা, ইসরাইল
    8. জর্ডান
    9. কুয়েত
    10. লেবানন
    11. ওমান
    12. কাতার
    13. সৌদি আরব
    14. সিরিয়া
    15. সংযুক্ত আরব আমিরাত
    16. ইয়েমেন

    ইউরোপ মহাদেশ :

    1. আলবেনিয়া
    2. অস্ট্রিয়া
    3. বসনিয়া এবং হার্জেগোভিনা
    4. বুলগেরিয়া
    5. ক্রোয়েশিয়া
    6. সাইপ্রাস
    7. উত্তর সাইপ্রাস
    8. গ্রিস
    9. হাঙ্গেরি
    10. উত্তর মেসিডোনিয়া
    11. মলদোভা
    12. মন্টিনিগ্রো
    13. রোমানিয়া
    14. রাশিয়া
    15. সার্বিয়া
    16. স্লোভাকিয়া
    17. তুরস্ক
    18. ইউক্রেন

    আফ্রিকা মহাদেশ :

    1. আলজেরিয়া
    2. ইরিত্রিয়া
    3. লিবিয়া
    4. সোমালিয়া
    5. সুদান
    6. তিউনিসিয়া
    7. মিশর

    উল্লেখ্য যে উপরের প্রত্যেকটি দেশ একসাথে একইসময় সম্রাজ্যের অংশ ছিল না। ইতিহাসের একটি নির্দিষ্ট সময় কোনো দেশ সম্রাজ্যের অন্তর্গত থাকলে অন্য আরেকটি দেশ নাও থাকতে পারে।

    আবার, কিছু দেশের অল্প কিছু অংশ সম্রাজ্যের অংশ হিসেবে থাকলেও তা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমনঃ সমগ্র রাশিয়া দেশটি কখনও সম্রাজ্যের অংশ ছিল না। শুধু রাশিয়ার ককেশাস এবং তার আশেপাশের অঞ্চল ও ক্রিমিয়া উপদ্বীপ এবং তার আশেপাশের অঞ্চল সম্রাজ্যের অংশ ছিল।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !