প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব!!
সৌদি আরবের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার পাসপোর্টবিষয়ক মহা-অধিদপ্তর এক ঘোষণায় এ কথা জানিয়েছে। দেশটিতে ভ্রমণ, বহির্গমন ও ফের প্রবেশ ভিসা এ সিদ্ধান্তের আওতায় পড়বে। আগামী ৭ জুলাই পর্যন্ত কোনোরকম ফি ছাড়াই সৌদি প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। এ খবর জানিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে যেসব দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে; সেসব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
রিয়াদের স্বাস্থ্য উপমন্ত্রী ড. আবদুল্লাহ আসিরি টুইটে জানিয়েছেন, সৌদি
আরব শিগশিগরই হার্ড ইউমিনিটির দিকে পৌঁছাচ্ছে। বেশিরভাগ মানুষ অতি উচ্চ
ঝুঁকি থেকে এড়াতে সক্ষম। তিনি বলেন, জুলাইয়ের শেষের দিকে অন্তত এক ডোজ
হলেও ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। দ্বিতীয় ডেজা তিন মাসের
মধ্যে দেওয়া সম্ভব হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.