ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও রকেট হামলা!!
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আইন আল-আসাদ নামে একটি মার্কিন সামরিকঘাঁটি লক্ষ্য করে রোববার রকেট হামলা হয়েছে।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে, তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর আরব নিউজের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন, আইন আল-আসাদ সামরিকঘাঁটিতে একটি কাতিউশা রকেট আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোনো গোষ্ঠী বা সংগঠন এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং রকেট হামলার কারণে ঘাঁটির বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায়নি।
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে বলে ওয়াশিংটন ১০ দিন আগে ঘোষণা দিয়েছে। এর পর নতুন করে আইন আল-আসাদ ঘাঁটিতে এই হামলা হলো।
একই সময়ে সালাহউদ্দিন প্রদেশ ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকার মার্কিন সামরিক অবস্থানে রকেট হামলা হয়েছে।
এসব হামলার জন্যও কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি, তবে
আমেরিকা সাধারণত মার্কিনবিরোধী ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোকে দায়ী করে
থাকে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.