সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পদ্মা সেতুর সর্বশেষ খবর (বসানো হল ৭ম স্প্যান)

    Image result for padma setu 5th span

    পদ্মা সেতুর ৩৬ ও ৩৭ নং পিলারের ওপর ৭ম স্প্যানটি আজ বসানো হবে। শক্তিশালী একটি ভাসমান ক্রেন মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে মঙ্গলবার সকালে স্প্যানটি নিয়ে জাজিরার উদ্দেশে রওনা দেয়। সেতু বিভাগের প্রকৌশলী মো. হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।


    Image result for padma setu 5th span

    স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে যাবে। দৃশ্যমান হবে সেতুর ১০৫০ মিটার। সংযুক্ত হবে সেতুর দক্ষিণাংশ জাজিরার পাড়ের সঙ্গে। সেতু কর্তৃপক্ষের দাবি ইতিমধ্যে সেতুর প্রায় ৭২ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করে সেতু দৃশ্যমান করা হবে। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান এবং ১০ মার্চ তৃতীয় স্প্যান, ১৩ এপ্রিল ৪র্থ স্প্যান এবং ২৯ জুন ৫ম স্প্যান বসানো হয়।
    জাজিরা পূর্বনাওডোবা এলাকার নেছার মাদবর বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে আমাদের বাপ-দাদার জমি জমা দিয়েছি। মনে করেছিলাম সেতু করার নামে আমাদের জমিজমা নিয়ে গেল। পরপর ৬টি স্প্যান বসানোর খবর শুনে মনে হচ্ছে এ সেতু এখন আর স্বপ্ন নয়। এটা বাস্তবে রূপ নিচ্ছে। এতে আমরা খুশি ও আনন্দিত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
    নাওডোবার মোসলেম মাদবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেন। আজ পদ্মা সেতু স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিচ্ছে।
    সেতু বিভাগের প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, মঙ্গলবার আজ পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যানটি বসানো হবে।


    পদ্মা সেতু,পদ্মা সেতুর অাপডেট নিউজ, পদ্মা সেতুর খবর, চতুর্থ স্প্যান,  চতুর্থ স্প্যানের খবর, পঞ্চম স্প্যান,পদ্মা সেতু, পদ্মা সেতুর সর্বশেষ খবর, সর্বশেষ পদ্মা সেতুর খবর, সর্বশেষ পদ্মা সেতুর নির্মাণের খবর, বাংলাদেশের পদ্মা সেতু, বাংলার পদ্মার খরব, বাংলার পদ্মা সেতুর খবর, বাংলার পদ্মা সেতু, পঞ্চম স্প্যানের খবর, পঞ্চম  স্প্যান বসানোর খরব,পঞ্চম স্প্যান সর্বশেষ খরব, ষষ্ঠ স্প্যান, ষষ্ঠ স্প্যানের খবর, ষষ্ঠ স্প্যান বসানোর খবর, ষষ্ঠ স্প্যানের সর্বশেষ খবর, পদ্মা সেতুর স্প্যান বসানোর খবর,পদ্মা সেতু সর্ব শেষ খবর

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !