সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জিপিএ-৫ নয়, সোনার মানুষ লাগবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ-৫ পাওয়া জরুরি কিন্তু একমাত্র নয়। ভালো মানুষ, সুনাগরিক হওয়া জরুরি। সোনার মানুষ লাগবে, শুধু জিপিএ-৫ পেলে হবে না।


    মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, পরীক্ষার আগে পরীক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে এবং ভালো ফল করবে। অনৈতিকতার পথে হেঁটে কখনও ভালো ফল পাওয়া যায় না।
    আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষায় সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সে কামনা করছি, বলেন তিনি।

    বিজি প্রেসের কিছু দূর্নীতি বাজ কর্মচারী-কর্মকর্তা ও তাদের দোষর রাঘব বোয়ালদের কারণে প্রতিবছর পরীক্ষা তথা PSC, JSC, SSC, HSC, Hon's সহ সকল জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।কোটি কোটির টাকার বিনিময়ে প্রশ্ন বানিজ্য করে জাতিকে মেধা শূন্য কে দিয়েছে। গত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের দূর্নীতিবাজ সরকারের অামলের একটি মাত্র ভাল গুণ ছিল যে, তাদের সময় প্রশ্ন পত্র খুব একটা ফাঁস হতো না এবং তারই দেশকে পুরোপুরি নকল মুক্ত করে ছিল। 
    অার বর্তমানের শিক্ষা ব্যবস্থায় অাসলে একটি হাস্যকর নীতি অবলম্বন হল, ভূল অার ঠিক যাই লিখুক খাতা ভরা থাকলে তাকে Mark বা নম্বর দিতেই হবেযা পূর্বের BNP বা Awami League কোন সরকারের অামলেই ছিল না। এই তামাশার শিক্ষা নীতিতে দেশ ও জাতি হয়েছে মেধাহীন, মেরুদন্ডহীন।জিপিয়ে ৫ পেলেও তারা বাস্তবে কোন প্রকার পাঠ্যপুস্তকের জ্ঞান রাখে না।
    তাই সুশীর সমাজের অাশা দেশ নেত্রী, কওমীজননী প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবার দেশ ও জাতি নকল ও প্রশ্ন পত্র ফাঁস হীন মেধাবী, শিক্ষিত জাতিতে পরিণত হবে। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !