১) আল্লাহর তৈরি পথ, সাত রঙে সৃষ্টি কভু কভু দেখা যায়, হয় যদি বৃষ্টি। বলুনতো কী? উত্তর: রংধনু ২) আমি তুমি একজন দেখবে একই রূপ। আমি কতো কথা কই, তুমি কেন চুপ। উত্তর: নিজের ছবি ৩) এক গোছা দড়ি, গোছাতে না পারি। উত্তর: রাস্তা ৪) উপরে চাপ নীচে চাপ, মধ্যেখানে চেরোয় সাপ। উত্তর: জিহ্বা
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.