সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ১০০ মজার ধাঁধা ( পর্ব-১)


    ধাঁধাঁ ১.
    তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে,
    প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে।
    মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
    উঃ–বিছানা। 
    ধাঁধাঁ ২.
    তিন বর্ণে নাম তার পুস্প কুরে বাস,
    দুয়ে তিনে হের মোরে ফরেতে প্রকাশ
    এ তিনে যাহা পাও তারে খেরে সবে,
    বরো দেখি কোন নামে চলি ভবে
    উঃ—বকুল ফুল।
    ধাঁধাঁ ৩.
    তিন অক্ষরে নাম মোর নাচতে পারি ভাল,
    শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভাল
    উঃ—লাটিম।
    ধাঁধাঁ ৪.
    তিন বর্ণে নাম তার কে বলিতে পারে,
    গৃহ ছাড়া থাকে না সে সবে চিনে তারে।
    আদি বর্ণ ছেড়ে দিলে পানি যে গড়ায়,
    মধ্যম ছাড়িতে তাতে পানি রাখা যায়।
    শেষ বর্ণ ছাড় যদি জ্ঞানের মশাল,
    ইহা বিনা ধরাতলে সকলি বেতাল।
    উঃ–জানালা
    ধাঁধাঁ ৫.
    তিন অক্ষরে নাম ভাই আছে দুনিয়ায়,
    শেষের অক্ষর বাদ দিলে ভাই,
    বাংলায় অর্থ তৈরি হতে হয়।
    উঃ—রেডিও

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !