হাসতে নেই মানা
তিন কন্যার তিন স্বামী। এরা সবাই শ্বশুরবাড়িতে এসেছে। মেয়ে, শ্বশুর, শাশুড়ির প্রতি কেমন জামাইদের ভালোবাসা কেমন সেটা যাচাই করার খুব ইচ্ছা জাগল শাশুড়ির।
তো কি করা যায়! তিনি ভাবলেন, শুরুটা নিজেকে দিয়েই করবেন। তিন জামাতার উপর একটা পরীক্ষা চালাবেন।
তিনি সাঁতার জানতেন না। একদিন তিনি বড় জামাতার সামনে দিলেন বাড়ির পুকুরে ঝাঁপ।
প্রথম জামাই শাশুড়িকে বাঁচাতে পুকুরে লাফ দিল। শাশুড়ি খুশি হয়ে তাকে একটি গাড়ি উপহার দিল।
দ্বিতীয় দিন : শাশুড়ি আবার পুকুরে ঝাঁপ দিলেন। এবার দ্বিতীয় জামাই তাকে বাঁচালো। শাশুড়ি তাকে একটি মটরবাইক উপহার করল।
তৃতীয় দিন : শাশুড়ি আবার পুকুরে ঝাঁপ দিলেন। তিন নম্বর জামাই মনে করল, আমার ভাগ্যে তো সাইকেল ছাড়া কিছু নেই। এটা নিয়ে কি লাভ। তাই সে আর পুকুরে ঝাঁপ দিল না। ফলে শাশুড়ি মারা গেলেন!
পরদিন তৃতীয় জামাই একটা বিএমডব্লিউ গাড়ি পেল। কারণ শ্বশুর খুশি হয়ে তাকে এটা উপহার দিয়েছেন
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.