হাসতে নেই মানা
জোকস-১: রাস্তাটা কোথায় গেছে
রাস্তা টা কোথায় গেছে?
১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেনো! কোথাও যায়নি তো !
২০ বছর ধরে দেখছি এখানেই আছে।
জোকস-২: লেডিস সিটে বসা
বাসে প্রায় প্রতিদিনই একসঙ্গে যান মন্টু ও কুদ্দুস সাহেব। তাদের দুজনের মাঝে এভাবেই পরিচয়। মন্টু যায় কলেজে আর কুদ্দুস সাহেব যান অফিসে। একদিন কুদ্দুস সাহেব বাসে উঠে দেখেন বসার সিট নেই। তিনি দেখলেন মন্টু একটা মহিলাদের জন্য সংরক্ষিত সিটে বসে আছে। কুদ্দুস সাহেব সুযোগটা কাজে লাগাতে চাইলেন।
কুদ্দুস সাহেব: লেডিস সিটে বসে আছো কেন আঙ্কেল? আপনারা তরুণরা যদি এমন করেন...তাহলে দেশ কীভাবে আগাবে!
মন্টু: ফেসবুকে মরিয়ম নামের যে মেয়ের সঙ্গে বাসে আর বাসায় রাতে রসালো চ্যাট করছেন গত একমাস ধরে- সেটা কিন্তু মামা আমি। আপনারা মুরুব্বিরা যদি এই বয়সে এমন করেন...তাহলে
কথাটা শেষ হতে না হতেই এই দু:খ সামলাতে পারলেন না কুদ্দুস সাহেব। তিনি মাথা ঘুরে পড়ে গেলেন।
জোকস-৩ঃএকবার এক আলু ঢেঁড়সকে ফোন করে বললো, আই লাভ ইউ!
ঢেঁড়স খুব রেগে গেলো। আলুকে বললো, তুমি এতো মোটা আর সস্তা, আর আমি এত স্লিম আর সেক্সি!
আলুর মন ভেঙে গেল!
তখন থেকে, আলু এত সবজি পটালো! আলু - বাঁধাকপি, আলু - বেগুন, আলু-ক্যাপসিকাম, আলু - মটরশুটি, আলু-গাজর, আলু-ছোলা, আলু - মেথি, আলু-টমেটো! আরও কতো ...
আর ঢেঁড়স সেইদিন থেকে আজ পর্যন্ত একলা আছে!
জোকস-৪ঃ ছুটির দিন বিকালের চমৎকার পরিবেশে মন্টুর বাপ আর মা খোশগল্প করছে। আলোচনার বিষয় একপর্যায়ে গিয়ে ঠেকল ‘লোকজনের প্রতারণা আর ধোঁকা’ প্রসঙ্গে।
মন্টুর মা: লোকজন ঠিকই বলে আসলে- যেখানে একবার কেউ ধোঁকা খায় সেখানে আর দ্বিতীয়বার যায় না!
মন্টুর বাপ: একদম ভুল কথা!
মন্টুর মা? ভুল! কীভাবে?
মন্টুর বাপ: আমি নিজে-ই তো একবার ভুল করে যে জায়গায় গেছি হেই জায়গায় বারবার যাই!
মন্টুর মা: কোথায় সেটা?
মন্টুর বাপ: আবার কোথায়? আমার শ্বশুরবাড়ী
জোকস-৫ঃ স্বামী: ভাল কাজের জন্য বাড়ির বাইরে যাচ্ছো, দোয়া-কালাম পড়ে নাও!
স্ত্রী: বিয়ের দিনও তো তাই করেছিলাম!
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.