নিউটনের বাংলাদেশি তিন সূত্র
ধর্ষণের তিন সূত্রঃ
১. যাবতীয় দোষ দেওয়া হয় ধর্ষিতার পোশাকের।
২. ধর্ষিতা সাহস করে বিচার চাইতে গেলে সমাজ তাকে ছি ছি করে।
৩. ধর্ষককে ইনিয়ে-বিনিয়ে সমর্থন দেওয়া প্রতে্যক মানুষের মধ্যে একেকটি ধর্ষক বাস করে।
রাজনৈতিক নেতার তিন সূত্রঃ
১. ওপর মহল থেকে চাপ প্রয়োগ না করা হলে নেতাদের দেওয়া কোনো আশ্বাস কখনোই পূরণ হয় না।
২. যেদিকে পর্যাপ্ত সুবিধা পাওয়া যায়, নেতাদের পরিবর্তন সেদিকেই ঘটে।
৩. প্রতিটা নির্বাচনের আগেই নেতাদের চরিত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
বাংলা সিনেমার তিন সূত্রঃ
১. প্রায় প্রতিটা সিনেমায় একবার হলেও বলা হবে, ‘এটা কোনো নাটক সিনেমা না, এটা বাস্তব।’
২. শুরুতে নায়ক যতই খারাপ হোক না কেন, সিনেমার শেষে সে ন্যায়ের পথে ফিরে আসবেই।
৩. নায়কের ঘুষি খাওয়া ভিলেন উড়ে যাবে আমার দেওয়া গতিসূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে।
ফেসবুকের তিন সূত্রঃ
১. নতুন কোনো ইস্যু না এলে পুরোনো ইস্যু স্থির থাকে এবং সুষম গতিতে ফেসবুকজুড়ে চলতে থাকে।
২. ফেসবুক সেলিব্রিটিদের স্ক্রিনশট বের হওয়ার আগ পর্যন্ত তারা সৎভাবে জীবনযাপন করার জন্য ফলোয়ারদের উপদেশ দিতে থাকে।
৩. প্রতিটা ইস্যুরই পক্ষে-বিপক্ষে তর্ক করার জন্য প্রচুর স্ট্যাটাস থাকে।
নেতাদের বাণীর তিন সূত্রঃ
১. নেতারা ঘুমে থাকেন এবং বাণী দেওয়ার আগে তাদের হিসাব থাকে না।
২. উল্টাপাল্টা বাণী দেওয়ার পর মন্ত্রীরা তা অস্বীকার করে বলেন, ‘এগুলো এডিট করা যায়।’
৩. আজকালকার অনেক নেতাকেই এক ও একাধিক হাস্যকর বাণী দিতে হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.