কবুতরের ভিটামিন, কিছু রোগের ঔষধ
আপনাদের সুবিধার্থে নিম্নে সংক্ষেপে কবুতরের রোগ ও ওষুধের তালিকা দেয়া হলো। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ কবুতরকে আন্দাজে ওষুধ খাওয়াবেন না। আগে ভালোভাবে কবুতরের রোগ নির্ণয় করবেন, নিজে না পারলে বিশেষজ্ঞ কারো সাহায্য নিবেন।
AD3E / ভিটামিন এ,ডি৩, ও ই (শারীরিক সক্ষমতা/ উর্বরতা বাড়াবে)
All eNzyme / হজম শক্তি বাড়াবে এবং খাবারে রুচি আনবে
Allvit MA, Germany / মাল্টি ভিটামিন
4 IN 1 Mix / এন্টিবায়োটিক (অতিরিক্ত ঠান্ডা, মুখ দিয়ে লালা পড়া ও চুনা পায়খানা ন...িরাময়ে)
APSA B-Complex, Spain / ভিটামিন বি-কমপ্লেক্স
Avinex / কৃমির ঔষুধ
Calplex / ক্যালসিয়াম
Chemonid / এন্টিবায়োটিক
Cipryl-solution / এন্টিবায়োটিক
Cod Liver Oil / ভিটামিন এ, ডি ও ই
Cosumix Plus / এন্টিবায়োটিক
Doxy-Oxy / এন্টিবায়োটিক
Electromin / স্যালাইন
Enrocin / এন্টিবায়োটিক
Esb3 30% / এন্টিবায়োটিক
Icturn / হামদর্দ, লিভার টনিক হিসাবে ব্যবহৃত
Lisovit / রোগ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত
Liva Tone / লিভার টনিক
Liva-Vit / লিভার টনিক
Marbelus / হামদর্দ, পাতলা পায়খানা ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
Maxi Grow-P / মাল্টি ভিটামিন
Eye Drops (Civodex Vet) / চোখের জীবানুনাশক
Fevnil / হামদর্দ, জ্বর ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
Glucolyte / স্যালাইন
New-Floxin Liq / এন্টিবায়োটিক
Rena K / ভিটামিন কে
Thiavin / ভিটামিন বি১, বি২ টাল রোগের জন্য
Timsen / এন্টিজার্ম স্প্রে
Vitamin C / ভিটামিন সি
Wormazole / কৃমির ঔষুধ
Rena-WS / মাল্টি ভিটামিন
Respiron / ঠান্ডা ও শ্বাসযন্ত্রের প্রতিশোধক
Revital-7 / ভিটামিন বি-কমপ্লেক্স
Rhodivit WS / মাল্টি ভিটামিন
Riboson / পক্স ও অন্যান্য ক্ষত নিরাময়ে ব্যবহৃত
Safi / হামদর্দ, মাল্টিভিটামিন ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
বলা হয়, ঘোড়া কেনার আগে এর লাগাম কিনতে হয়। বাস করার আগে বসতি গড়তে হয়। তেমনই কবুতর পালার আগে এর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিবায়টিক এর ব্যাবস্থা করতে হয়। কারন আপনি জানেন না আপনি আজ যে কবুতর টাকে আপনার খামারে এই মাত্র প্রবেশ করালেন, কালকে সেটা সুস্থ থাকবে। আর আপনি যখন খেয়াল করলেন আপনার কবুতর টা অসুস্থ হচ্ছে তখন আপনার কাছে তার প্রয়োজনীয় ঔষধটির ব্যাবস্থা করতে আরও ১৬-১৭ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। আমি এমন অনেক কবুতর খামারি কে দেখেছি যে, ঔষধ প্রয়োগ করতে ২-৩ দিন সময় নিচ্ছেন। এ রকম হওয়া কি আসলেই ঠিক? আমার মনে হয় না। আর এ জন্য আমাদের কিছু সঠিক পদক্ষেপ নিতে হবে আর সেটা এখনই না হলে কখনও নয়।
1) অ্যান্টিবায়টিকঃ(Antibiotic)
Doxivet (Doxicycilin Group), ESB3 30%, Cosumix Plus, Orasik K Suspension(Penicillin Group), Zimax Suspension(azithromycin Group) or Cemonid(Erithromycin +3 type antibiotic combination) or Erocot (Erithromycin +3 type antibiotic combination)or Erosen (Erithromycin +3 type antibiotic combination)or Micronid (Erithromycin +3 type antibiotic combination)or 4 in 1(Erithromycin +3 type antibiotic combination), Flagyl syrup(metronidazole),MP Coli(Korea), Sultrik Powder, Cotrim-Vet® Suspension etc
Doxivet (Doxicycilin Group), ESB3 30%, Cosumix Plus, Orasik K Suspension(Penicillin Group), Zimax Suspension(azithromycin Group) or Cemonid(Erithromycin +3 type antibiotic combination) or Erocot (Erithromycin +3 type antibiotic combination)or Erosen (Erithromycin +3 type antibiotic combination)or Micronid (Erithromycin +3 type antibiotic combination)or 4 in 1(Erithromycin +3 type antibiotic combination), Flagyl syrup(metronidazole),MP Coli(Korea), Sultrik Powder, Cotrim-Vet® Suspension etc
2) খাদ্যপ্রান ও খনিজ সম্পুরক উপাদান/ভিটামিন ও মিনারেলসঃ(Vitamins and minerals supplement)
All Vit MA(Germany), Maxi forte(Italy),Amino Vit(Vietnam),Power Vit(Netherland),Vitamino(France) Max grower(India) , Rena Cal P Suspension,Rena Ws, DB-Vitamin® Powder(Square)
All Vit MA(Germany), Maxi forte(Italy),Amino Vit(Vietnam),Power Vit(Netherland),Vitamino(France) Max grower(India) , Rena Cal P Suspension,Rena Ws, DB-Vitamin® Powder(Square)
3) খনিজ সম্পুরক উপাদান/মিনারেলস(ডিমের জন্য)(minerals supplement for Egg)
Bio Egg Formula(Vietnam), Hipra oxivet Egg Formula(Spain),Eggshell Tmo Powder(Renata), Alkosel Powder(Square),
Bio Egg Formula(Vietnam), Hipra oxivet Egg Formula(Spain),Eggshell Tmo Powder(Renata), Alkosel Powder(Square),
4) সাল্মনিল্লা প্রতিরোধক ঔষধঃ (Salmonella prevention Medicine)
Shafi(Hamdard), Febnil(Hamdard) & Marbelus(Hamdard)
Shafi(Hamdard), Febnil(Hamdard) & Marbelus(Hamdard)
5) ভিটামিন বি মিক্সঃ (B Complex)
All Pressure B Complex(Spain), B Comvit, Becevit-Vet® Powder,Rena B+C, Biovit,Toxinil Etc
All Pressure B Complex(Spain), B Comvit, Becevit-Vet® Powder,Rena B+C, Biovit,Toxinil Etc
6) ক্যালসিয়ামঃ(Calcium Supliment)
Low Phos,Calcium Forte(Netherland & India), Calplex® Liquid (Germany), Cal-P® Powder (Square) Sancal P(Novartis)
Low Phos,Calcium Forte(Netherland & India), Calplex® Liquid (Germany), Cal-P® Powder (Square) Sancal P(Novartis)
7) অ্যামিনো অ্যাসিডঃ (Amino Acid)
Hiprachock (spain), chick tonic(Spain)
Hiprachock (spain), chick tonic(Spain)
8) স্যালাইনঃ(Saline)
Electrolyte Plus(Singapore), Glucolite, Renalyte Powder, Electromin® Powder(Square)
Electrolyte Plus(Singapore), Glucolite, Renalyte Powder, Electromin® Powder(Square)
9) লিভার টনিকঃ
Icturn(Hamdard), Karmina(Hamdard), Cinkara(Hamdard), Goliver(Vet made in Netherland)
10) প্রবায়টিকঃ (Probiotic)
Biolact® Bolus (probiotic from Square) , Guardizen -M(Korea), Allakuli(Hamdard)
Icturn(Hamdard), Karmina(Hamdard), Cinkara(Hamdard), Goliver(Vet made in Netherland)
10) প্রবায়টিকঃ (Probiotic)
Biolact® Bolus (probiotic from Square) , Guardizen -M(Korea), Allakuli(Hamdard)
11) হজমি ঔষধঃ(Digestive medicine)
All Enzyme(UK), Auto Anzyme, Stomaplex-Vet® Powder,
All Enzyme(UK), Auto Anzyme, Stomaplex-Vet® Powder,
12) সিরকাঃ (Vinegar)
Bragg Organic(Unfiltered Made In USA ), Heinz(Filtered Made in USA)
Bragg Organic(Unfiltered Made In USA ), Heinz(Filtered Made in USA)
13) জিবানুমুক্ত কারী ঔষধঃ (Antiseptic Medicine)
Povisep, Povisef Cream, Salvlon Cream, Callendulla cream(Homio), Brolin(India),Viola 2% Etc
14) কৃমির ঔষধঃ (Worm Medicine)
Wormazole, Avinex, Bio De wormer, Panacure ETC
Povisep, Povisef Cream, Salvlon Cream, Callendulla cream(Homio), Brolin(India),Viola 2% Etc
14) কৃমির ঔষধঃ (Worm Medicine)
Wormazole, Avinex, Bio De wormer, Panacure ETC
15) জীবাণু মুক্ত করন স্প্রেঃ(Anti Germs Spray)
Temson, Virocid, Vircon S, Farm 30 ETC
Temson, Virocid, Vircon S, Farm 30 ETC
16) পানি শোধন ঔষধঃ (Water Purifier)
Si Chlor T Tablet(Korea), Hello Tab
Si Chlor T Tablet(Korea), Hello Tab
17) কবুতরের ভ্যাক্সিন বা টীকাঃ (Killed Vaccine For Pigeons)
A)chevivac-P200 Vaccine B) Colombovac PMV Vaccine C) Avian PMV vaccine (D)Nobilis Paramoxo Vaccine etc
A)chevivac-P200 Vaccine B) Colombovac PMV Vaccine C) Avian PMV vaccine (D)Nobilis Paramoxo Vaccine etc
18) হোমিওঃ (Homeopathy)
Original Germany BT
1)Belodona 30, (2) Borax 30, (3) Tiberculinum 30 (4) Ipicac 30 (5) hypericum 200 (6) Kali Mur 6x (7) kali Phos 6x (8) Arnica mont 30 (9) Calendulla mother (10) Palsetella mother (11) Nux Bhum 30 (12) EUPOTORIUM PERFO 30 (13) Calceria Curb 30 (14) Baptesia 30 (15) Baryta Curb 30 etc
Original Germany BT
1)Belodona 30, (2) Borax 30, (3) Tiberculinum 30 (4) Ipicac 30 (5) hypericum 200 (6) Kali Mur 6x (7) kali Phos 6x (8) Arnica mont 30 (9) Calendulla mother (10) Palsetella mother (11) Nux Bhum 30 (12) EUPOTORIUM PERFO 30 (13) Calceria Curb 30 (14) Baptesia 30 (15) Baryta Curb 30 etc
এ করবুতরের ওষুধ গুলো সব আপনাকে কিনতে হবে এমন কোন কথা নাই। কিন্তু অ্যান্টিবায়টিক গুলো ঘরে রাখা ভাল, দ্বিতীয়ত আপনি ঔষধ বা ভিটামিন ও মিনারেলস যেটাই কেনেন, এর সংরক্ষণ এর দিকে খেয়াল রাখবেন। অনেকেই আছেন যারা প্যাকেট খুলে সাধারন ভাবে আটকে রেখে দেন এতে বাতাস প্রবেশ করে এর গুনাগুন নষ্ট করতে পারে। ঔষধ বা ভিটামিন সংরক্ষণ এর সবচেয়ে ভাল উপায় হল, রঙিন বা অস্বচ্ছ Air Tight বৈয়াম বা অধাতু পাত্রে রাখলে বেশী দিন টিকে, আর লোকাল ভিটামিন এর ও মিনারেলস এর প্রয়োগের দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় এগুলো ১৫ দিন বা ১ মাস পরে প্রয়োগ করলে কবুতর হলুদ বা পাতলা পায়খানা করতে থাকে। এ রকম অবস্থা হলে বা ভিটামিন জমাট বেধে গেলে বা ভিজে গেলে প্রয়োগ থেকে বিরত থাকবেন। এমন না হয় ১-২০০ টাকার জন্য আপনার পছন্দের জিনিষ টিকে হারাতে না হয়। সাধারণত ভিটামিন মিনারেলস ও স্যালাইন ১২ ঘণ্টা পর্যন্ত তৈরির পর প্রয়োগ করা যায় বা রাখা যায়। কবুতরে ক্রিমির ঔষধ বেশীক্ষণ রাখা যায় না কারন ডোজ এর মাত্রা বেড়ে যেতে পারে। হোমিও ঔষধ প্রয়োগ কালে সময় ২-৩ ঘণ্টার বেশী রাখলে এর গুনাগুন নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশী থাকে। যে কোন ভিটামিন ও মিনারেলস অবশ্যই ভাল পানিতে মিক্স করবেন, না হলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। অনেকেই মনে করেন বাচ্চা আছে যে সব কবুতর এর তাদের ভিটামিন ও মিনারেলস দিতে হয় না বা সাল্মনিল্লা কোর্স করান উচিত না আসলে এটা সঠিক না। এ সব ক্ষেত্রে আরও বেশী করে ভিটামিন ও মিনারেলস দিতে বা সাল্মনিল্লা কোর্স করাতে হয়। মনে রাখবেন ১০-১২ দিন পর্যন্ত কবুতর তাদের বাচ্চাদের সরাসরি কোন খাবার খাওয়াই না কর্প মিল্ক ছাড়া। আপনি যদি সত্যিকার কবুতর খামারি হন তাহলে কবুতরের ঔষধ সংগ্রহ এর ব্যাপারে অলসতা বা কৃপণতা করা উচিত না। অনেকেই আছেন যারা ভেট ঔষধ ও ভিটামিন এর বদলে মানুষেরটা দেবার চেষ্টা করেন। আপনি যদি ব্যাস্ত মানুষ হন, আপনার যদি ঔষধ সংগ্রহ করতে কষ্ট হয় তাহলে আপনি পার্সেল এর মাধ্যমে ঔষধ নিতে পারেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.