সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কবুতরের কৃমির ওষুধের ব্যবস্থাপনা

    কবুতরের কৃমি বা কীট রোগ কবুতরের অবস্থার উপর একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। কবুতরের পারামক্সি,সাল্মনিল্লা এর পর সবচে মারাত্মক যে রোগ সেটা হল Internal & External Parasites । আমরা এখানে Internal Parasites বা ক্রিমির ব্যাপারে আলোচনা করব। ক্রিমির কারনে কবুতরের ওজন হ্রাস, খারাপ moult, ডায়রিয়া, এবং ক্লান্তি ছাড়ও আরো উপসর্গ থাকতে পারে। এটি ঋণাত্মক উর্বরতা প্রভাবিত করতে পারে। Hairworms roundworms আর পায়রা জন্য ক্ষতিকর। এটা সবসময় পায়রা আচরণ একটি কৃমি রোগের ক্ষেত্রে বাঞ্ছনীয়। যদি সময় মত এর চিকিৎসা না করা হয় তাহলে কবুতরের মৃত্যু অনিবার্য।
    White_Dove_HD_Photo
    কারণ: – অপরিষ্কার খাবার,পানি, বা অন্য কবুতর থেকে, বা আক্রান্ত পুরাতন বিষ্ঠা থাকে হয়।
    লক্ষনঃ
    • কবুতরের পাখা ঝুলে যাওয়া।
    • খাবারে অরুচিও পানি বেশি খাওয়া।
    • বিষ্ঠার সাথে ক্রিমির টুকরা বের হাওয়া।
    • ডাইরিয়া মত পানি পায়খানা করা।
    • আস্বাভাবিক ভাবে পায়খানা করা। 
    • কবুতরের ওজন হ্রাস।
    • ডিম ঋণাত্মক উর্বরতা।
    • ফিতা ক্রিমির জন্য শ্বাসকষ্ট হতে পারে।
    • বমি করা। 
    • কখনো কখনো সবুজ ডায়রিয়া হওয়া। 
    পায়রার কীট বা কৃমি সংক্রমণ প্রতিরোধে করণীয়ঃ
    • কবুতর কে ছেড়ে রাখা যাবে না।
    • আক্রান্ত কে আলাদা ভাবে চিকিৎসা করা।
    • নিয়মিত খাচা বা খামার পরিস্কার করা।
    • গরমে ২ মাস অন্তর কৃমি নাশক ঔষধ দেওয়া

    ঔষধের ব্যবস্থাপনাঃ

    যদি সপ্তাহ খানেকের মধ্যে ভ্যাকসিন দেওয়া না থাকে তবে কৃমির ঔষধ দিতে হবে-

    ১ম ধাপ (লিভার টনিক ):- কৃমি নাশক দেওয়ার অাগে লিভার টনিক দিতে হবে, না হলে শক্তিশালী কৃমি ঔষধে কবুতরের লিভার ও কিডনিতে আক্রান্ত হয় বেশি। কিছু সহজ লভ্য লিভার টনিক- যেমন- Hamdard এর Karmina (কারমিনা) / Cinkara (সিনকারা) / Icturn  (ইকটার্ন), Goliver (Vet made in Netherland), Liva Tone, Liva-Vit,  

    ২য় ধাপ (কৃমির ঔষধ):- লিভার টনিক দেওয়ার পর একটু ঠাণ্ডার সময়  কৃমির ঔষধ দিতে হবে, সেক্ষেত্রে সকালে বা রাতে প্রয়োগ করবে বা যেদিন বৃষ্টি বা আবহাওয়া ঠাণ্ডা থাকবে সেদিন দিবেন। কিছু কৃমির ঔষধ (Worm Medicine) -
    ১।  Wormazole 
    ২।  Avinex 
    ৩। Bio De wormer  
    ৪। Panacure ETC 
    ৫। Asca Pilla

    ব্যবহার বিধিঃ-  
               ১। ছোট পায়রার জন্য 2/3 ড্রপ, জন্য বয়স্কদের PG, Wormazole-4/5 ড্রপ, squab বা খুব ছোট কবুতরের বাচ্চা কে ক্রিমির ওষুধ প্রয়োগ করবেন না।

    অথবা,
                 ২। Avinex: ১ লিটার পানির সাথে ১ গ্রাম মেশাতে হবে।

    অথবা,
               ৩। Elcaris- ১ গ্রাম ১ লিটার পানিতে দিয়ে খাওয়াবেন ২০ টা কবুতর এর জন্য। 

    অথবা,
                ৪। pipervet- ১ গ্রাম ১ লিটার পানিতে দিয়ে খাওয়াবেন ২০ টা কবুতর এর জন্য। 

    অথবা,
               ৫। Asca Pilla: প্রতিটি পায়রার জন্য 1 টা ট্যাবলেট। Panacure: প্রতিটি পায়রার জন্য 1/8 ট্যাবলেট। 

    অথবা,
            ৬। Acimec 1%: ফিড 2 তারপর 21 দিন পরে আবার 2 ড্রপ খাবার ও পরিশেষে তার কাঁধে 2 ড্রপ প্রদান পর প্রতিটি পায়রাকে ছাড়ুন। ইনজেকশন তার কাঁধে চামড়াই দিতে হবে , আপনি যখন ইনজেকশন দিবেন তখন সতর্কতা অবলম্বন করা আবশ্যক। যাতে হাড়ের মধ্যে না লাগে।

    ৩য় ধাপ ( স্যালাইন ): কৃমির ঔষধ দেবার পরের দিন স্যালাইন হবে। এতে কবুতরের পানি শূন্যতা পূরণ হবে এবং কবুতর শরীরে জোর পাবে। যেমন- মানুষের খাওয়ার স্যালাইন স্যালইন, Glucolyte, Electromin Power (Square), Electrolyte Plus(Singapore), Renalyte Power ইত্যাদি দিতে পারেন।

    ৪র্থ ধাপ ( মাল্টিভিটামিন):-  স্যালাইন দেওয়ার পরের দিন মাল্টি ভিটামিন দিতে হবে। যেমন-Allvit MA(Germany), Rhodivit WS(মাল্টি ভিটামিন), Rena-WS (মাল্টি ভিটামিন), হামদর্দ এর Safi (সালমোনেলা প্রতিরোধেও ব্যবহৃত হয়), Maxi Grow-P (মাল্টি ভিটামিন)। 

    সতর্কতাঃ
    ১) অতি গরমে কৃমির ঔষধ দিবেন না, বা অসুখ আছে আমন কবুতরকে কৃমি ঔষধ দিবেন না, ছোট (sqab) বাচ্চা আছে এমন কবুতর কে কৃমি ঔষধ দিবেন না। এতে বাচ্চার হজম শক্তি কমে যাবে এমনকি মারাও যেতে পারে।
    ২) মানুষের কৃমির ঔষধ ব্যবহার করবেন না।
    ৩) কৃমির ঔষধ একটু ঠাণ্ডার সময় দিবেন, সেক্ষেত্রে সকালে বা রাতে প্রয়োগ করবে বা যেদিন বৃষ্টি বা আবহাওয়া ঠাণ্ডা থাকবে সেদিন দিবেন।
    ৪) গরমের ২ মাস অন্তর কৃমির ঔষধ দিবেন। আর শীতের সময় ৪৫ দিন পর পর।
    ৫) কৃমির ঔষধ দিবার পর স্যালাইন দিবেন পরদিন। তার পরদিন মাল্টিভিটামিন দিবেন।
    ৬) কৃমির ঔষধ দিবার পর কবুতরের খাওয়া কমে যেতে পারে বা হাল্কা একটু ঝিমুনি ভাব থাকতে পারে। নিয়মিত স্যালাইনে ও ভিটামিন দিলে ঠিক হয়ে যাবে।
    ৭) কৃমির ঔষধ দিবার আগে লিভার টনিক দিতে হবে, কারন শক্তিশালী কৃমি ঔষধ কবুতরের লিভার ও কিডনিতে আক্রান্ত করে বেশি।
    ৮) অধিক মাত্রা বা বেশি পরিমান ঔষধ দিবেন না।
    ৯) ভ্যাকসিন এর পর কৃমির ঔষধ দিবেন না।
    আপনি যদি আপনার কবুতর থাকে ভাল উৎপাদন ফলাফল আশা করতে চান তাহলে অবশ্যই কবুতরের রোগ ও তার প্রতিকারের ব্যাপারে সঠিক ভাবে নজর দিবেন। কবুতর বেশি কেনার মধ্যে কোন বাহাদুরি নাই, কিন্তু ভালভাবে পালার মধ্যে আছে। আপনি যদি কবুতর পালতে না চান ভাল কথা, কিন্তু পালতে শুরু করে যদি সঠিক ভাবে খেয়াল না রাখেন তাহলে আপনি নিজের কাছে দায়ী থেকে যাবেন। তাই আনুগ্রহ করে আপনার কবুতরের সঠিক যত্ন নিন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !