Friday, July 25.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

হাসতে নেই মানা

image-65641-1530536720
এক বান্ধবী গেল অন্য বান্ধবীর বিয়েতে। গিয়ে দেখে বর মহাশয় বেশ খাটো। বান্ধবীর মন একটু খারাপ হয়ে গেল। ভাবলো হয়তো টাকা দেখে জোর করে তার বান্ধবীকে এমন খাটো ছেলের সাথের বিয়ে দেয়া হচ্ছে।
অনুষ্ঠানের এক পর্যায় সে কনেকে (বান্ধবী) বললো: এখনো সময় আছে মানা করে দে।
কনে: (অবাক হয়ে) মানা করবো কেন? আমিতো খুশি।
বান্ধবী: এতো খাটো বর পেয়ে খুশি তুই?
কনে: আরেহ! বিপদ যত খাটো হয় ততই মঙ্গল।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1