সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পাখির জন্য মাল্টি-ভিটামিন

    আশা করি নতুন বছরের প্রথম দিনটা সবার ভাল গেছে। এখন আমরা কথা বলব কবুতরের ভিটামিন খাওয়া নিয়ে। শীতের শুরুতে ভিটামিন খাওয়ানোটা খুবই ভাল, এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। পাখি বা কবুতরের জন্য বিশেষভাবে তৈরি এমন কোন ঔষধ আমাদের দেশে পাওয়া যায়না। হাঁস মুরগির জন্য যেসকল ঔষধ পাওয়া যায় সেগুলোই পাখিদের জন্য ব্যাবহার করা যাবে। Renata Limited এর তৈরি “Rena-WS” পাখিদের জন্য একটা ভাল ভিটামিন। এতে সকল ধরণের ভিটামিন বিভিন্ন মাত্রায় আছে। এটি একটি মাল্টি-ভিটামিন। 10 gram এর একটা প্যাকের দাম 30 টাকা। এটা পাওয়া যাবে যেকোনো পশুপাখির ঔষধের দোকানে

    Image result for Rena-WS of renata

    ব্যাবহার:
    1. অত্যধিক গরম বা শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে।
    2. কৃমিনাশক ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা চলাকালীন সময়ে।
    3. প্রজনন ক্ষমতা বাড়াতে।
    4. শরীরের স্বাভাবিক বৃদ্ধির জন্য।
    খাওয়ানোর পদ্ধতি:
    10g এর প্যাকটি কিনে এনে একটা পরিষ্কার কাগজে পুরো ঔষধটা ঢেলে নিন। এবার সম্পূর্ণ ঔষধকে সমান 10 ভাগে ভাগ কর নিন। 10 ভাগের 1 ভাগ মানে 1g ঔষধ। এবার এই 1g পরিমাণ ঔষধ মেশাবেন প্রতি 6 লিটার পানিতে। 1/2g মেশাবেন 3 লিটার পানিতে। এভাবে আপনি একটা পরিমাপ করে নিবেন। প্রয়োগ বিধিটা প্যাকেটের গায়ে লিখা আছে।


    কিছু পরামর্শঃ

    একদিন এক পরিচিত জন তার কবুতর মারামারি করে মাথা রক্তারক্তি করে ফেলেছে উনি গাড়ো করে ফিটকারী পানি প্রয়োগ করেছেন। আমরা আমাদের এই ধরণের সমস্যা হলে কী করতাম ? মনে হয় না কখনই এই ঔষধ গুলো আমারা প্রয়োগ করতাম কখনই না…তাই না! সর্দী,কাশীর মতো সাধারণ কিছু রোগের ক্ষেত্রে আগে চিন্তা করেন যে আপনার হলে আপনি এই অবস্থাই কী করতেন? যাই হোক, এখন আসুন আমরা জেনে নেয় কী করলে আমাদের এই ধরণের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। 


    # আপনার খাঁচা পরিষ্কার ও শুকনো রাখুন।
    # জীবাণু বিরোধী ওষুধের বদলে, 
    শুকনো বোড়ীক পাওডার ছিটান ।
    # খাঁচাই এক টূকড়া কাঠ রাখুন, যাতে আপনার কবুতর দাঁড়াতে পারে। বা একটুকরো চট কেটে দিন।
    # নিয়মিত স্যালাইন দিন।
    # বাতাস ও বৃষ্টির  পানির ঝাঁপটা থেকে প্রতিরোধ করুন।
    # নিয়মিত সবুজ বা র চা দিন আদা ও মধু মীক্স করে।
    # রসূন বাটা দিন পানির সাথে।
    # পাতলা পায়খানা যদি বেশী হয় তবে হামদাদ এর পেছীশ ট্যাবলেট ১/২ করে দিনে ২ বার প্রয়োগ করুন।
    # দশ জনের মতামত না নিয়ে একজনের মতামত এর উপর ঔষধ দিন।
    # কোন ঔষধে কাজ না হলে নতুন ঔষধ প্রয়োগের আগে নাক্স ভুম ৩০(হোমিও# ৩ মিও# অল্প একটু পানিরসাথে দিন তারপর অন্য ঔষধ দিন।
    # এক দিন সব কবুতর কে হোমিও tiberculinum 30 দিতে হবে ১ সিসি ১ লিত পানিতে।
    # প্রতিরোধেঃ এক দিন সব কবুতর কে হোমিও tiberculinum 30 দিতে হবে ১ সিসি ১ লিটার পানিতে।
    # প্রতিরোধেঃ Calcaria Curb 30 দিতে হবে ১ সিসি ১ লিটার পানিতে।
    # Daulkamara 30 বর্ষা বা আদ্রতা বা ঋতু জনিত সর্দিকাশি ইত্যাদি তে ৩ ফোটা অল্প একটু পানির সাথে দিনে ৩ বার।
    # শুধু ঘনকাশি হলে বা ঘরঘর করলে। Costicum 30 তে ৩ ফোটা অল্প একটু পানির সাথে দিনে ৩ বার।
    শুধু একটু চিন্তা ও সঠিক সিদ্ধান্ত আপনাকে অনেক সুবিধা ও সুখবর বয়ে আনবে। আর সবাইকে একটু অনুরধ(অনুগ্রহ করে) না জেনে ঔষধ দিবেন না ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !