কবুতর, বাজরিগার, লাভ বার্ড এর গ্রীষ্মকালীন ঔষধের কোর্স
a. ১-৪ তারিখ করমিনা+ইকটারন ২+২ চামচ ১ লিটার পানিতে একটানা
৪ দিন।
b. নিমপাতার রস শুক্রবার সকাল খালি পেটে ৬ চামচ ১ লিটার
পানিতে ও বিকেলে B Forte (Vitamin B complex)
c. ১০ তারিখ মানুষের খাওয়ার স্যালাইন, Glucolyte, Electormin Power (Square), Electrolyte Plus(Singapore,)Renalyte
Power ইত্যাদি থেকে
একটি।
d. ১১-১৪ তারিখ Rena-WS ১ গ্রাম ১ লিটার পানিতে একটানা ৪ দিন।
e. ১৫ তারিখ মানুষের খাওয়ার স্যালাইন, Glucolyte, Electormin Power (Square), Electrolyte
Plus(Singapore,)Renalyte Power ইত্যাদি থেকে একটি।
f. ১৬ তারিখ হোমিও Borax 30 (মৌলিক জার্মান বিটি) মাসিক একবার প্রয়োগ করুন.
(পানীয় জল 1 লিটার 1 সিসি) এটি সংক্রামক রোগের কোনো ধরনের সংক্রমিত হতে রক্ষা করতে পারে।
g. ১৭
তারিখ মানুষের খাওয়ার স্যালাইন, Glucolyte, Electormin Power (Square),
Electrolyte Plus(Singapore,)Renalyte Power ইত্যাদি থেকে একটি।
h. ১৮ তারিখ রসুন বাঁটা ১ লিটার পানিতে ২ চা চামচ
মিক্স করে সাধারণ ভাবে পরিবেশন করতে হবে মাসে ১ দিন। (অবশ্যই কৃমির মেডিসিন খাওয়ানোর পর)
i. ৯-২১ তারিখ লেবুর
রস পানির সাথে মিক্স করে সাধারণ ভাবে পরিবেশন করতে হবে মাসে ।
j. ২২-২৫ তারিখ সবুজ বা র চা দিন আদা ও মধু মীক্স মাসে ১ দিন।
বিঃ দ্রঃ- পাতলা পায়খানা যদি বেশী হয় তবে হামদাদ
এর পেছীশ ট্যাবলেট ১/২ করে দিনে ২ বার প্রয়োগ করুন। চুনা পায়খানা, ঝিমুনী ইত্যাদিতে দিনে ৩ বার Ciprocin Syrup (Antibiotic) খাওয়াতে পারেন, সাথে সেলাইন দিয়ে রাখেত হবে। একটানা ৩-৪ দিন বা ৫ দিন ।
শর্ত ও সতর্কতাঃ- নিয়মিত ভাল মানের গ্রিট দিবেন।
- বিশুদ্ধ পানি সরবরাহ করবেন (টিউব ওয়েল বা ফিল্টার বা ফুটানো পানি সরবরাহ করতে হবে)
- খাবার ঝেড়ে দিবার ব্যাবস্থা করতে হবে ও হালকা গরম করে নিলে ভাল।ঔষধ ও ভিটামিন ভাল ভাবে সংরক্ষন করুন। যেমন অনেকেই আছেন প্যাকেট ভাঁজ করে রাখেন এতে এর গুনাগুন নষ্ট হয়। তাই এটি এয়ার টাইট বৈয়ামে ও বোতল গুলো ভাল করে বন্ধ করে রাখুন ব্যাবহারের পরে।
- ৪৫ দিন পর পর কৃমির ঔষধ প্রয়োগ করতে হবে। মানুষের ক্রিমির ঔষধ ব্যাবহার থেকে বিরত থাকবেন।
- এ ছাড়াও সপ্তাহে ১ দিন না মাঝে মাঝে আপনি যদি মাঝে মাঝে কালজিরা+মেথি+মউরি+জাউন এই উপাদানের মিক্স করে (৪০%+৩০%+১৫%+১৫%) খেতে দেন আপনার কবুতর কে তাহলে দেখবেন আপনার খামারে অনেক অনাখাঙ্কিত রোগ থেকে মুক্ত থাকবে।
আর আপনার সেই ছটফটে, চঞ্চল ও সুস্থ কবুতর গুলোকে দেখে মন এক অনাবিল প্রশান্তিতে ভরে উঠবে। তখনই আপনাকে সফল খামারি বলে আখ্যায়িত করা হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.