সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    উকুন তাড়ানোর সবচেয়ে সহজ ঘরোয়া উপায়



    ১. ভেজা চুল অাঁচড়ানোঃ
    প্রথমে চুল পানি দিয়ে ভিজিয়ে কন্ডিশনার লাগান। এবার চিকন চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে চুলের অাগা পর্যন্ত অাচড়ান। কয়েকবার এভাবে চুল অাঁচাড়ান দেখবেন, মাথায় উকুন অনেকটা দূর হবে।

    ২. নারকেল তেনঃ
    উকুন দূর করার ক্ষেত্রে নারকেল তেন অনেক ভাল কাজ করে থাকে। নারকেল তেল উকুনদের শ্বাসরোধ করে দেয় ফলে উকুনরা বেশিক্ষণ থাকতে পারে না। ৩ টেবিল চামচ নারকেল তেল এবং সামান্য কর্পূর মিশিয়ে নিন। তেলটি মাথায় বাল করে  ম্যাসাজ করুন। এরপর শাওয়ার কাপ দিয়ে মাথা ঢেকে দিন। পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। শুঁকিয়ে গেলে চিরুনি দিয়ে অাঁচড়ান। দেখবেন উকুন চলে যাচ্ছে। এটি সপ্তাহে ৩ থেকে ৫ দিন করুন। দেখবেন। উকুন গায়েব হয়ে গেছে।
    Image result for নারিকেল তেল
    ৩. পেঁয়াজঃ
    পেঁয়াজের রসে সালফার অাছে যা উকুন দূর করে থাকে। ৮/৫ টা পেঁয়াজের রস করে নিন। এরপর তা মাথায় ভাল করে লাগিয়ে নিন। ২ ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। চুল শুকানোর পর চিরুনি দিয়ে চুল অাঁচড়ান, দেখবে উকুন সব চিরুনিতে চলে এসেছে।
    Image result for পেঁয়াজ
    ৪.  রসুনঃ
    উকুনের উপদ্রব দমন করার জন্য রসুনের এই পদ্ধতিটি অনেক প্রাচীন এবং বেশ কার্যকরী। রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না। রসুনের গন্ধে দম বন্ধ হয়ে মারা যায়। ১০ কোয়া রসুন নিন। ভালো করে খসা ছাড়িয়ে গ্রাইন্ড করে বা বেটে নিন। এতে যোগ করুন ২ চা চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে পেষ্টর মত তৈরি করে মাথার ত্বকে ভালো করে করে ঘষে নিন। চুলের গোঁড়ার কোন অংশ বান দেবেন না। এভাবে ৩০ মিনিট পেষ্টটি চুলে লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানিতে চুল ধুয়ে নিন। খুবই হালকা গরম পানি ব্যবহার করবেন। সপ্তাহে ৩ দিন এই পদ্ধতি ব্যবহার করুন। উকুনের সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং মাথার ত্বকের অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন।

    ৫.লেবুর রসঃ
    লেবুর রস  উকুন দূর করে। প্রথমে একটি পাতিলেবু নিন। এবার সেই লেবু থেকে পুরো রসটা ভালো করে বের করে নিন। ভালো করে চামড়ায় লাগিয়ে নিন। ৩ থেকে ৫ মিনিট পর প্রথমে ভিনেগার দিয়ে এবং পরে হালকা গরম জল দিয়ে চুলে শ্যাম্পু করে ফেলুন।
    ৬.আদার পেস্টঃ
    উকুন মারার জন্য আদার পেস্ট ব্যবহার করা যেতে পারে। একটি লেবুর রসের সঙ্গে খানিকটা আদার পেস্ট মিশিয়ে নিন। এবার এটি মাথায় ভাল করে ম্যাসাজ করুন। একটি তোয়ালে দিয়ে খানিকক্ষণ মাথা পেঁচিয়ে রাখবার পর এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ থেকে ৩ বার করুন। উকুন চলে যাবে।


    ৭. টি ট্রি অয়েলঃ
    শ্যাম্পুর সঙ্গে ৩ থেকে ৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এটি দিয়ে চুলে শ্যাম্পু করে ফেলুন। চুলে শুকিয়ে গেলে চুল আঁচড়ে নিন। দেখবেন চুল থেকে উকুন চলে গেছে। এটি ২ মাস ব্যবহার করুন।  

    Image result for টি ট্রি অয়েল
    ৮. নিমঃ
    উকুন দূর করতে নিমের থেকে ভালো কিছু হয় না। এটি প্রাকৃতিক প্রতিষেধক। নিমের পেস্ট তৈরি করে তা দিয়ে চামড়ায় ম্যাসাজ করুন। সপ্তাহে ২ বার ব্যবহার করুন। এছাড়া নিমের তেলও ব্যবহার করতে পারেন। এক ঘণ্টা রেখে চুল শ্যাম্পু করে ফেলুন।
    Image result for নিম

    ৯.হেয়ার ড্রায়ারঃ 
    হেয়ার ড্রায়ার গরম বাতাসের মাধ্যমে নিট (উকুনের ডিম) মেরে ফেলা সম্ভব। আন্যান্য পদ্ধতির সঙ্গে হেয়ার ড্রায়ার গরম বাতাস অতিরিক্ত ব্যবস্থা হিসেবে রাখলে উকুন থেকে চিরতরে রেহাই পাওয়া সম্ভব। এটাতে জীবন্ত উকুন হয়তো মরবে না কিন্তু উকুনের ডিমগুলো ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। সুতরাং হেয়ার ড্রায়ার এক্ষেত্রে অস্ত্রের মতো ব্যবহার হতে পারে যা দিয়ে উকুনের উপদ্রব দমন করা সম্ভব।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !