সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কবুতরের সাপ্তাহিক হাট

    Image result for কবুতরের হাট

    সময়- সকাল ৯টা থেকে দুপুর ১টা (সাধারণ সময়) 

    শনিবার- পাগলা  (নারায়নগঞ্জ), মিরপুর-১৪,হাসনাবাদ-পোস্তগোলা, সাভার নামা বাজার, মুগদা-কমলাপুর (ঢাকা)।

    রবিবার- টঙ্গী বাজার, (গাজীপুর), কাঈকাড়টেক (নারায়নগঞ্জ), জিরানী বাজার, বিকেএসপি, সাভার (ঢাকা)।

    সোমবার- জিনজীরা, শাড়ূলীয়া-ডেমরা (ঢাকা)।

    মঙ্গলবার- ফতুল্লা (নারায়নগঞ্জ), সাভার নামা বাজার (ঢাকা)।

    বুধবার- আশুলিয়া, মেড়াদিয়া-রামপুরা (ঢাকা)।

    বৃহঃপতি বার- শাড়ূলীয়া-ডেমরা, তালতলা বাসস্ট্যান্ড-পশ্চিম কাফরুল, কালামপুর-ধামরাই, গাবতলি- হেমায়েতপুর (ঢাকা)।

    শুক্রবার- ফতুল্লা (নারায়নগঞ্জ), জিনজীরা, গুলিস্থান/কাপ্তান বাজার, মিরপুর-১, গোয়ার বাড়ি-সাভার (ঢাকা), কালিয়াকৈর স্ট্যান্ড (গাজীপুর)।
    Image result for কবুতরের হাট



    তাছাড়া- কবুতরের হাট এর আশপাশে কিছু স্থায়ী পাখির দোকান আছে, যেখান থেকে কবুতর সহ অন্যান্য পাখি, খাঁচা ও পাখির খাবার পাওয়া যায়। 

    ঢাকাঃ- ঢাকার গুলিস্থানে কাপ্তান বাজারের আশপাশে, কাঁটাবন-শাহবাগ, রামপুরার নতুন বাজার, উত্তরা-৭, মিরপুর-১।

    গাজীপুরঃ- গাজীপুরের টঙ্গী বাজার, চেরাগ আলী, সদরের কোর্ট কাচারী  বা রাজবাড়ি রোড। 

    দিনাজপুরঃ- দিনাজপুরের বাহাদুর বাজার, রেল হাট। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !