সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ঢাকা শহরের কোন মার্কেট কবে বন্ধ


    Image result for মার্কেট বন্ধ


    পুরো ঢাকা শহরকে সাতটি অঞ্চলে ভাগ করে বিভিন্ন দিন বিভিন্ন অঞ্চলের মার্কেটগুলো বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। জেনে নিন কোন এলাকায় কবে মার্কেট বন্ধ থাকবে।
    সবার আকাক্সিক্ষত ছুটির দিন শুক্রবার। সারা সপ্তাহ খাটুনির শেষে অপেক্ষায় ছিলেন পুরান ঢাকা বেড়াতে যাবেন। পুরান ঢাকার খাবারের কথা মনে করে ভোজনরসিক আপনি মনে-পেটে বেশ তৈরিই ছিলেন। কিন্তু আপনাকে হতাশ করতে হচ্ছে। শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ থাকছে আপনার পুরান ঢাকার মার্কেট। জায়গাগুলো হচ্ছে- বাংলাবাজার, পাটুয়াটুলি, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজিরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখাঁরপুল এবং সঙ্গে গুলিস্তানের দক্ষিণ অংশ।
    রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ (উত্তর-পূর্বাংশ), বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের পূর্বাংশ, যাত্রাবাড়ীর একাংশ (উত্তর-পূর্বাংশ), শনিরআখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়ের মার্কেট বন্ধ থাকবে রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস।
    বেইলি রোডে কেনাকাটা করতে চাইলে বৃহস্পতিবার সারা দিন এবং শুক্রবার আধেক দিন এড়িয়ে যান। বাদ দিতে হবে সিদ্ধেশ্বরী, মালিবাগের মোড়, শাহজাহানপুর, শান্তিনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও। সঙ্গে আছে ইস্কাটন, মগবাজার, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, দিলকুশা, তোপখানা রোড, প্রেসক্লাব, গুলিস্তান, টিকাটুলি, আরামবাগ, গোলাপবাগ, গোপীবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা, শিশুপার্ক।

     ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ হিসেবে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর ১ ও ২, মিরপুর স্টেডিয়াম, মিরপুর মাজার এলাকা, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট ও লালমাটিয়ার মার্কেটও এদিন বন্ধ থাকবে। ধানমন্ডি, নিউমার্কেটে কেনাকাটা না করলে যাদের মনোতুষ্টি আসে না তারা মঙ্গলবার পুরো দিন এবং বুধবারের প্রথম ভাগ বাদ দিয়ে প্ল্যান করলেই ভালো করবেন। একই কাতারে আছে জুতার বিখ্যাত মার্কেট এলিফ্যান্ট রোড ও তরুণদের প্রিয় আজিজ মার্কেট। এ ছাড়া আরও যে এলাকার মার্কেটগুলো এদিন বন্ধ থাকবে সেগুলো হচ্ছে- কাঁঠালবাগান, হাতিরপুল, মানিকমিয়া এভিনিউ, রাজা বাজার, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, তেজতুরি বাজার, ফার্মগেট, কারওয়ানবাজার, নীলক্ষেত, কাঁটাবন, কলাবাগান, শুক্রাবাদ, সোবহানবাগ, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও ইডেন কলেজ এলাকা।
    ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চল-৬ হিসেবে রোববার সারা দিন ও সোমবার অর্ধদিবস বন্ধ থাকবে আগারগাঁও, শেরেবাংলানগর, তালতলা, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৪, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী নতুন ও পুরাতন ডিওএইচএস, সেনানিবাস, গুলশান ১ ও ২, বনানী, নাখালপাড়া, তেজগাঁও শিল্প এলাকা ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা। সুতরাং মিরপুর ও গুলশানের ক্রেতারা সাবধান!
    বাকি রইল অঞ্চল-৭। এই বেলা এসে বলির পাঁঠা হচ্ছেন বারিধারা, নিকুঞ্জ, উত্তরার নিয়মিত ক্রেতারা। সাত নং অঞ্চল হিসেবে বুধবার সারা দিন ও বৃহস্পতিবার অর্ধেক দিন বন্ধ থাকবে মধ্যবাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, সাঁতারকুল, বারিধারা, শাহাজাদপুর, কুড়িল, নিকুঞ্জ ১ ও ২, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, আশকোনা, পুরো উত্তরা মডেল টাউন ও কুড়িল থেকে টঙ্গী ব্রিজের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিমানবন্দর সড়ক এলাকার মার্কেটগুলো। এবার জেনেশুনে প্ল্যান করুন কবে যাবেন কোথায় যাবেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !