সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জোকস অানলিমিটেড

    # জোকস-১

    এক লোক গাড়ির অবস্থা দেখে নিলামের বক্তাকে বললেন-একটি ভাঙাচোড়া গাড়ির নিলাম হচ্ছে- ১০ লাখ! ২০ লাখ! ৩০ লাখ!
    লোক : ভাই এই ভাঙা গাড়ির এত দাম কেন?
    নিলামকারী : এই গাড়ির একটি বিশেষত্ব আছে। এ পর্যন্ত গাড়িটা প্রায় পঞ্চাশ বার অ্যাক্সিডেন্ট করেছে।
    লোক : তাতে দাম বাড়ার কী আছে?
    নিলামকারী : আসল কথা হচ্ছে- প্রতিবারই শুধু মালিকের বউ মারা গেছে। স্বামী কোনোদিন মরে নাই।
    ৫ অক্টোবর: হাসতে নেই মানা
    # জোকস-২
    ভারতীয় এক নেতা দাবি করেছিলেন, প্রাচীনকালেও ভারতে ইন্টারনেট ছিল। তার দাবির সূত্রে সমালোচনার ঝড় ওঠে রাজ্যজুড়ে-
    ১ম ব্যক্তি: মহাভারতের যুগেও ভারতে মোবাইল ফোন, টিভি ও ইন্টারনেট ছিল!
    ২য় ব্যক্তি: হ্যাঁ, সবই ছিল। শুধু ছিল না টয়লেট!

    # জোকস-৩
    স্বামী: আই লাভ ইউ!
    স্ত্রী: আই লাভ ইউ ঠু! আমি তোমাকে এত ভালোবাসি... এত ভালোবাসি যে, পুরা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি তোমার জন্য!
    স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
    স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই হচ্ছে পুরো দুনিয়া!

    # জোকস-৪
    স্বামী-স্ত্রীর ঝগড়ার চূড়ান্ত পর্যায় চলছে। হঠাৎ স্ত্রী বলল-
    স্ত্রী : আমি জান দিয়ে দেব!
    স্বামী : আমিও জান দিয়ে দেব!
    স্ত্রী : কেন, তুমি মরতে চাও কেন?
    স্বামী : এত বড় সুখবর আমি সহ্য করতে পারব না তাই।
    স্ত্রী : তাইলে মরব না, যাও।
    Image result for fun
    # জোকস-৫
    ফাইভ স্টার হোটেলের বলরুমে ‘মডার্ন আর্ট এক্সিবিশন’ নামের শিল্পকর্ম প্রদর্শনীতে গেছে সেন্টু। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল।
    সেন্টু: তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষ আছে নাকি? কোথা থেইকা আঁকেন এমন ছবি?
    শিল্পী: জ্বী না, জনাব। আপনি হোটেলের একটি চমৎকার আয়নার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছেন এখন।

    # জোকস-৬
    এক পদার্থবিজ্ঞানী, এক রসায়নবিদ আর এক গণিতবিদ জাহাজ দুর্ঘটনায় এক জনমানবহীন দ্বীপে আটকা পড়লেন। সৌভাগ্যক্রমে তাঁরা জাহাজে রাখা একটি মজবুত খাবারের বাক্স উদ্ধার করতে পেরেছেন।
    কিন্তু সমস্যা হলো, ধাতব বাক্সটা কীভাবে ভাঙা যায় তা বুঝতে পারছেন না। তিনজনই চিন্তা করতে লাগলেন... * পদার্থবিজ্ঞানী হিসাব করছেন, বাক্সের কোন দিকে বল প্রয়োগ করলে সর্বনিম্ন বল লাগবে, কীভাবে বল প্রয়োগ করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে ইত্যাদি। কিন্তু কোনো লাভ হলো না।
    * রসায়নবিদ খুঁজছেন দ্বীপে কী কী পদার্থ পাওয়া যায় এবং তা দিয়ে কোন এক্সপ্লোসিভ তৈরি করা যায় কি না, যাতে বাক্সটা ভাঙা যায়। তিনিও কিছু করতে পারলেন না।

    * গণিতবিদকে দেখা গেল, এক গাছতলায় নিবিষ্ট মনে চিন্তা করছেন। হঠাৎ লাফ দিয়ে দাঁড়ালেন এবং চেঁচিয়ে উঠলেন, পেয়েছি… পেয়েছি! সবাই সচকিত হয়ে তাঁর দিকে তাকাল। গণিতবিদ বলতে শুরু করলেনঃ মনে করি আমাদের হাতে একটা কুড়াল আছে…...।


    ৭ অক্টোবর: হাসতে নেই মানা
    # জোকস-৭
    বল্টু আর বল্টুর বউ ভোরে হাঁটতে বেরিয়েছে। হঠাৎ বল্টু দেখতে পেলো একটা কুকুর তাদের দিকে তেড়ে আসছে।
    নির্ঘাত কামড় দেবে ভেবে বল্টু হঠাৎ তার বউকে দু’হাতে মাথার ওপর তুলে নিয়ে দাঁড়িয়ে গেল। কামড়ালে তাকে কামড়াক। বউয়ের গায়ে যেন আঁচড় না পড়ে।
    এমন পরিস্থিতিতে কুকুরটি কখনো পড়েনি। তাই ঘাবড়ে গিয়ে বারকয়েক ঘ্যাঁক ঘোঁক করে ধমক দিয়ে ফিরে গেল। বল্টু তার সুন্দরী বউকে নিচে নামালো। বল্টু ভাবলো, তার একটি গিফট পাওনা হলো বউয়ের কাছ থেকে। কিন্তু বউ তো রেগেমেগে অস্থির! চিৎকার করে বলছে, ‘আজ পর্যন্ত কোনো মানুষ দেখিনি, যে কুকুর তাড়াতে ইট-পাটকেলের বদলে নিজের বউকে ছুঁড়ে মারতে চায়।’

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !