সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নারিকেল তেলের ১০টি অনন্য ব্যবহার



    নারিকেল তেল চুলে পুষ্টি জোগায়। স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য নারিকেল তেল বেশ কার্যকর। কিন্তু আপনি কি জানেন, নারিকেল তেল দৈনন্দিন জীবনে নানা কাজে ব্যবহৃত হয়? গ্রেটিয়েস্ট ওয়েবসাইটে নারিকেল তেলের ১০টি ভিন্ন ব্যবহারের কথা বলা হয়েছে। চলুন, এক নজরে দেখে নিন প্রতিদিনের কাজে নারিকেল তেল কতটা কার্যকর।
    মেকআপের ব্রাশ পরিষ্কার করে
    অনেক দিন মেকআপ ব্যবহারের পর ব্রাশগুলো আমরা পরিষ্কার করি না। এতে ব্রাশগুলোতে ব্যাকটেরিয়া আক্রমণ করে, যা ত্বকে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। প্রতি সপ্তাহে একবার মেকআপের ব্রাশ ধোয়া উচিত। ডিটারজেন্টের সঙ্গে সামান্য নারিকেল তেল মিশিয়ে ব্রাশগুলো এতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নারিকেল তেল অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজও করে।
    মসৃণ শেভ করে
    যাঁদের ত্বক অনেক বেশি স্পর্শকাতর, তাঁরা নারিকেল তেল দিয়ে শেভ করতে পারেন। মুখে নারিকেল তেল মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। এর পর শেভ করে ফেলুন। দেখবেন, ত্বক মসৃণ ও নরম হবে।
    আইল্যাশ ঘন করে
    চুলের মতো আইল্যাশেরও পুষ্টির প্রয়োজন আছে। ঘুমাতে যাওয়ার আগে চোখের ল্যাশে সামান্য নারিকেল তেল দিয়ে ঘুমান। এতে আইল্যাশ বড় এবং ঘন হবে।
    চুইংগাম তুলতে কার্যকর
    অনেক সময় চুইংগাম খাওয়ার পর চুলে লেগে যায় অথবা কার্পেটে লেগে যায়। এ ক্ষেত্রে যে জায়গায় চুইংগাম লাগবে, সেখানে নারিকেল তেল মেখে কিছুক্ষণ পর হালকা ঘষলেই চুইংগাম উঠে যাবে।
    কাঠের আসবাব ঝকঝকে করে
    কাঠের আসবাবের রং অনেক সময় পুরোনো লাগে। এ ক্ষেত্রে তোয়ালেতে নারিকেল তেল মেখে কাঠের আসবাবে ঘষুন। দেখবেন, ময়লা উঠে আসবাব নতুনের মতো ঝকঝক করবে।
    মেটাল পরিষ্কার করে
    অনেক সময় মেটাল বা স্টিলের জিনিস ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর পরিষ্কার হয় না। এ ক্ষেত্রে নারিকেল তেল দিয়ে ঘষার পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এত মেটাল ও স্টিলের জিনিস নতুনের মতো পরিষ্কার হবে।
    মেকআপ রিমুভার
    নারিকেল তেল মেকআপ অনেক ভালো পরিষ্কার করে। তুলায় নারিকেল তেল নিয়ে পুরো মুখে মেখে কিছুক্ষণ পর ঘষে তুলে ফেলুন। এর পর ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে মেকআপ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।
    লেদারের জিনিস পরিষ্কার করে
    লেদারের যেকোনো জিনিস পরিষ্কারে নারিকেল তেল খুবই উপকারী। তোয়ালেতে নারিকেল তেল মেখে লেদারের জিনিসের ওপর ঘষলে খুব সহজেই ময়লা দূর হবে এবং নতুনের মতো ঝকঝক করবে।
    নষ্ট জিপার বা চেন ঠিক করে
    জ্যাকেট বা ব্যাগের জিপার অনেক সময় নষ্ট হয়ে যায়। জিপারের ওপর সামান্য নারিকেল তেল দিয়ে কিছুক্ষণ টানুন। দেখবেন, জিপার আবার আগের মতো কাজ করেছে।
    বাসন পরিষ্কার করে
    বাসনকোসনের দাগ পরিষ্কার করতে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। স্ক্রাবারে নারিকেল তেল নিয়ে ঘষার পর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এতে দাগ এবং তেলতেলে ভাব থাকবে না।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !