♥ কবুতরের ডিম থেকে বাচ্চা না হওয়া বা ডিম না জমা♥
অনেক কবুতর পালক ও খামারী এই সমস্যা নিয়ে খুবই দৌড়ান । দেখা যাচ্ছে মাদী
কবুতর ডিম দিচ্ছে,ডিমে তা দেওয়ার ১৮ দিন পরেও বাচ্চা ফুটছে না। ডিম ফেলে
দেওয়ার সময় দেখা যাচ্ছে ডিমের ভিতর পচা কুসুম ছাড়া আর কিছুই নাই । এ্টা
হচ্চে অনুর্বর ডিম যার ভিতর শুক্রাণু প্রবেশ করেনি ঠিক ফার্মের কেনা মুরগির
ডিমের মত। এই সমস্যার কারন দুইটি হতে পারে 1 নর কবুতর মেটিং করে না দুই
ভিটামিনের অভাব ।
♥চিকিৎসা♥
♥চিকিৎসা♥
♥√ নর-মাদী আলাদা করে দিন এক মাসের জন্য♥
♥ √ তৈলাক্ত খাবার যেমন তিল,সরিষা এগুলি বন্ধ করে দিন।
♥√ শুকনো ধান দিন,ভিটামিন ই সপ্তাহে তিন দিন।
♥√ মাল্টিভিটামিন দিন সপ্তাহে দুইদিন ।
♥√ ভিটামিন ই হিসেবে বাজার থেকে মানুষের ঔষধ
♥√ ""ই-ক্যাপ"" ২০০ পাওয়ার ,
♥√ ৫০ মি.লি পানিতে ক্যাপসুলের ভিতরের তরল ঔষধ মিশিয়ে ভালকরে ঝাকিয়ে কবুতরকে পরিবেশন করবেন।প্রতিদিন একটি ক্যাপসুল, টানা তিনদিন সপ্তাহে ।
♥√ মাল্টিভিটামিন 2 গ্রাম হাফ লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে দুইদিন।
♥√ ভিটামিন ই তিনদিন দেওয়া হলে,পরবর্তি দুইদিন মাল্টিভিটামিন দিবেন ।
♥√ মনে রাখবেন এই দুইটি ডোজ একসাথে দিবেন না। এই ট্রিটমেন্ট একমাস করার পর নর-মাদী একত্রে করবেন।
♥ √ তৈলাক্ত খাবার যেমন তিল,সরিষা এগুলি বন্ধ করে দিন।
♥√ শুকনো ধান দিন,ভিটামিন ই সপ্তাহে তিন দিন।
♥√ মাল্টিভিটামিন দিন সপ্তাহে দুইদিন ।
♥√ ভিটামিন ই হিসেবে বাজার থেকে মানুষের ঔষধ
♥√ ""ই-ক্যাপ"" ২০০ পাওয়ার ,
♥√ ৫০ মি.লি পানিতে ক্যাপসুলের ভিতরের তরল ঔষধ মিশিয়ে ভালকরে ঝাকিয়ে কবুতরকে পরিবেশন করবেন।প্রতিদিন একটি ক্যাপসুল, টানা তিনদিন সপ্তাহে ।
♥√ মাল্টিভিটামিন 2 গ্রাম হাফ লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে দুইদিন।
♥√ ভিটামিন ই তিনদিন দেওয়া হলে,পরবর্তি দুইদিন মাল্টিভিটামিন দিবেন ।
♥√ মনে রাখবেন এই দুইটি ডোজ একসাথে দিবেন না। এই ট্রিটমেন্ট একমাস করার পর নর-মাদী একত্রে করবেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.