সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ♥কবুতর সুস্থ রাখত‌ে চাই,অাদা পান‌ির ব‌িকল্প নাই❤️

    3189873551_04bfdea50e


    আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেই বেশ ভালোভাবেই জান‌েন । ক‌িন্তু কবুতর‌ের জন্য অাদা য‌ে কত উপকারী তা হয়ত‌ো অন‌েকেই জান‌েন না !


    কবুতর‌ের যত্নে অাদার উপকারীতা
    ❤️ অন‌েক ভাইরা বল‌েন তাদ‌ের কবুতর‌ খাবার খায়না ,দ‌িন দ‌িন শুক‌িয়ে কাঠ হয়‌ে যাচ্ছ‌ে এই সব সমস্যা এক সমাধান হল‌ো অাদা ।
    ❤️ অন‌েক সময় দে‌খা যায় আচমকা কবুতর বম‌ি করা শুরু কর‌ে খাবার খ‌েলেই বম‌ি কর‌ে স‌েক্ষ‌ে অাপন‌ি অাদা ব্যবহার করুন। 
    ❤️ কবুতর ঠান্ডা কফ জমা প্রভৃত‌ি ন‌িরমায়‌ে অাদা গুরুত্বপূর্ন ভুম‌িকা রাখে।
    ❤️ কবুতর ব্যাথা পেয়েছে ,নানা কারন‌ে হত‌ে পার‌ে। ব্যাথা ,দূরকরন‌েও অাদা গুরুত্বপূর্ন ভূম‌িকা রাখ‌ে ।
    ❤️❤️ যদ‌িও য‌ে গরম পড়ছ‌ে তারপরও বল‌ে রাখ‌ি শীতকাল‌ে ,{ফুটন্ত পানিতে চা চামচের ৪ ভাগের ১ ভাগ আদা কুঁচি দিয়ে সেটা ঠান্ডা হবার পর এক চামচ এর অর্ধেক চামচ মধু দিয়ে এক লিটার ফুটানো নর্মাল পানির সাথে ভালভাবে মিশিয়ে কবুতরকে খেতে দিন যা খুব উপকারী} ।
    অাদার অারও অন‌েক গুণাগুণ র‌য়েছ‌ে । যাই হ‌োক চলুন জ‌েনে ন‌েই।
    ❤️❤️ ১ লিটার এ ২ চামচ আদা বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন কবুতরকে পরিবেশন করবেন।
    কবুতর সুস্থ রাখত‌ে চাই,অাদা পান‌ির ব‌িকল্প নাই।
    Related image

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !