♥কবুতর সুস্থ রাখতে চাই,অাদা পানির বিকল্প নাই❤️
আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে প্রায় সকলেই বেশ ভালোভাবেই জানেন । কিন্তু কবুতরের জন্য অাদা যে কত উপকারী তা হয়তো অনেকেই জানেন না !
♥ কবুতরের যত্নে অাদার উপকারীতা ♥
♥❤️ অনেক ভাইরা বলেন তাদের কবুতর খাবার খায়না ,দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এই সব সমস্যা এক সমাধান হলো অাদা ।
♥❤️ অনেক সময় দেখা যায় আচমকা কবুতর বমি করা শুরু করে খাবার খেলেই বমি করে সেক্ষে অাপনি অাদা ব্যবহার করুন।
♥❤️ কবুতর ঠান্ডা কফ জমা প্রভৃতি নিরমায়ে অাদা গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।♥❤️ কবুতর ব্যাথা পেয়েছে ,নানা কারনে হতে পারে। ব্যাথা ,দূরকরনেও অাদা গুরুত্বপূর্ন ভূমিকা রাখে ।
❤️❤️ যদিও যে গরম পড়ছে তারপরও বলে রাখি শীতকালে ,{ফুটন্ত পানিতে চা চামচের ৪ ভাগের ১ ভাগ আদা কুঁচি দিয়ে সেটা ঠান্ডা হবার পর এক চামচ এর অর্ধেক চামচ মধু দিয়ে এক লিটার ফুটানো নর্মাল পানির সাথে ভালভাবে মিশিয়ে কবুতরকে খেতে দিন যা খুব উপকারী} ।
♥অাদার অারও অনেক গুণাগুণ রয়েছে । যাই হোক চলুন জেনে নেই।
❤️❤️ ১ লিটার এ ২ চামচ আদা বাটা মিশিয়ে ঐ পাণি ছেকে খাবার পাণি হিসাবে প্রতি মাসে ৫ দিন কবুতরকে পরিবেশন করবেন।
কবুতর সুস্থ রাখতে চাই,অাদা পানির বিকল্প নাই।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.