সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পিইসি, জেডিসি, জেএসসি পরীক্ষার ফল প্রকাশ


    Image result for জে এস সি
    পিইসি, জেডিসি, জেএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ সোমবার সকালে করা হয়েছে। পিইসিতে পাসের হার ৯৭.৫৯% এবং ইবতেদায়িতে পাশের হার ৯৭.৬৯%।  জেএসসি পাশের হার ৮৫.৮৩% এবং জেডিসিতে পাশের হার ৮৯.০৪।
    শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চতুর্থ বিষয় ছাড়াই ফল নির্ধারণ করায় এ বছর জিপিএ-৫ এর হার কমেছে।জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮,০৯৫ জন। 

    পিইসিতে পাস ৯৭.৫৯% ইবতেদায়িতে ৯৭.৬৯%

    যে কোন মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2018 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।আর ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2018 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

     যে কোন মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2018 লিখে এসএমএস করলে ফিরতি এসএমএসে জেএসসি/জেডিসির ফল জানিয়ে দেওয়া হবে।

    এছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !