জানেন কি? কোন জেলা কি জন্য বিখ্যাত ?
ঢাকা বিভাগঃ-
১। ঢাকা - বেনারসী শাড়ি, বাকরখানি ।
২। গাজীপুর - কাঁঠাল, পেয়ারা।
৩। ফরিদপুর - খেজুরের গুড়।
৪। গোপালগঞ্জ - বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা
৫। কিশোরগঞ্জ - কিশোরগঞ্জ - বালিশ মিষ্টি।
৬। মাদারীপুর - খেজুর গুড়, রসগোল্লা।
৮। মুন্সীগঞ্জ - ভাগ্যকুলের মিষ্টি
৯। নারায়ণগঞ্জ - সোনারগাও যাদুঘর,শামিম ওসমান, ডাঃ অাইভি
১০। নরসিংদী - সাগর কলা
১২। শরীয়তপুর - ধনানুকার মনসা বাড়ি, বুড়ির হাট ঐতিহ্যবাহী মসজিদ,অানন্দবাজার বেড়ীবাধ।
১৩। টাঙ্গাইল - চমচম এবং টাংগাইল শাড়ি।
রংপুর বিভাগঃ-
১৪। রংপুর - তামাক এবং ইক্ষু।
১৫। গাইবান্ধা - রসমঞ্জরী।
১৬। ঠাকুরগাও- মির্জা ফকরুল ইসলাম অালমগীর
১৭। দিনাজপুর- লিচু, কাটারিভোগ চাল, চিড়া এবং পাপড়ের জন্য বিখ্যাত।
১৮। পঞ্চগড়- চা বাগান, জমিরউদ্দিন সরকার
১৯। নীলফামারী-
২০। লালমনির হাট-
২১। কুড়িগ্রাম -
রাজশাহী বিভাগঃ-
২২। রাজশাহী - আম এবং রাজশাহী সিল্ক শাড়ি।
২৩। সিরাজগঞ্জ - পানিতোয়া, ধানসিড়িঁর দই।
২৪। চাঁপাইনবাবগঞ্জ - আম, শিবগঞ্জের চমচম এবং কলাইয়ের রুটি।
২৫। জয়পুরহাট -
২৬। নওগাঁ - চাল, সন্দেশ
২৭। নাটোর - কাঁচাগোল্লা এবং বনলতা সেন।
২৮। পাবনা - পাগলাগারদ, ঘি এবং লুঙ্গি।
২৯। বগুড়া - দই।
২২। রাজশাহী - আম এবং রাজশাহী সিল্ক শাড়ি।
২৩। সিরাজগঞ্জ - পানিতোয়া, ধানসিড়িঁর দই।
২৪। চাঁপাইনবাবগঞ্জ - আম, শিবগঞ্জের চমচম এবং কলাইয়ের রুটি।
২৫। জয়পুরহাট -
২৬। নওগাঁ - চাল, সন্দেশ
২৭। নাটোর - কাঁচাগোল্লা এবং বনলতা সেন।
২৮। পাবনা - পাগলাগারদ, ঘি এবং লুঙ্গি।
২৯। বগুড়া - দই।
সিলেট বিভাগঃ-
৩০। সিলেট - কমলালেবু, চা এবং সাতকড়ার আচার।
৩১। মৌলভিবাজার - ম্যানেজার স্টোরের রসগোল্লা।
৩২। সুনামগঞ্জ-
৩৩। হবিগঞ্জ-
৫০। ভোলা - নারিকেল এবং মহিষের দুধের দই।
৩১। মৌলভিবাজার - ম্যানেজার স্টোরের রসগোল্লা।
৩২। সুনামগঞ্জ-
৩৩। হবিগঞ্জ-
ময়মনসিংহ বিভাগঃ-
৩৪। ময়মনসিংহ - মুক্তা-গাছার মন্ডা ।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.